বাংলোর গেইটে গাড়ি থেকে নামতেই মিম চোখ বড় বড় করে বলে উঠল, "হায় আল্লাহ, কত্ত সুন্দর!" মিমের সামনে একটি দুতলা বাংলো বাড়ি, যা সাধারণ সরকারি বাংলোর মতোই দেখতে, কিন্তু তার কাছে এটি নতুন। বিকালের শেষভাগে সূর্য রক্তিম বর্ণ ধারণ করেছে, এবং আকাশে কিছু মেঘ লাল বর্ণ ধারণ করেছে। দক্ষিণ থেকে মৃদু বাতাস এবং উত্তর থেকে হিম শীতল বাতাসের ঝাপটা আসছে, চারপাশের আবহাওয়া বিষণ্ন মনে হচ্ছে। মিমের বড় ভাই শিহাব ততোটা উচ্ছ্বসিত নয়, কারণ সে পরিচিত পরিবেশের বাইরে মানিয়ে নিতে পারছে না।