চিন্তার কাঠামো মানুষকে কখনো বৃত্তের মধ্যে আটকে দেয়, আবার কখনো ভাবতে শেখায়। শিশু জন্মের পরই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাকে যেকোনো একটি মতাদর্শ গ্রহণ করতে হয়। বুঝে হোক বা না বুঝে হোক, একটার অনুসরণ সে মৃত্যু পর্যন্ত করে যায়। সকল শিশু একই রকমভাবে না। শিশুদের কেউ কেউ খানিকটা বুঝ হবার পরে প্রাকৃতিক ও অতিপ্রাকৃতিক বিষয়গুলো নিয়ে জানতে চায়, বুঝতে চায়, অনুসরণ করতে চায়। তার এই ক্রমাগত জানতে চাওয়ার সদিচ্ছা তাকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। একটা সময় সে বিশ্বের চলমান সংকটগুলো সহজেই খুঁজে বের করতে পারে। এরপর শুরু হয় তার এক দীর্ঘ যাত্রা। পুরোনো কাঠামো ভেঙে নতুন কাঠামো গড়ে তোলার প্রত্যয়। ভাঙনের পূর্বপ্রস্তুতি।