এই বইয়ে একজন ন্যাচারোপ্যাথ হিসেবে আমার অভিজ্ঞতা ও গবেষণার আলোকে অটিজমের বায়োমেডিকেল এবং স্পিরিচুয়াল ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অটিজম একটি জটিল ও বহুমাত্রিক অবস্থা, যার পেছনে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনেক কারণ কাজ করে। এ পর্যন্ত বহু বৈজ্ঞানিক গবেষণায় এর শারীরিক জটিলতা ও চিকিৎসার দিক উঠে এসেছে। সেইসঙ্গে, দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি যেসব প্রাকৃতিক ও আধ্যাত্মিক পন্থা কার্যকর মনে করেছি—এই বইয়ে সেগুলোর একটি সমন্বিত উপস্থাপনা দেওয়া হয়েছে। আশা করি এই বইটি পিতামাতা ও অভিভাবকদের জন্য একটি দিকনির্দেশনা হবে, যারা সন্তানের জন্য নিরাপদ, প্রাকৃতিক এবং কার্যকর চিকিৎসা খুঁজছেন।