১৯টি ছোটগল্পের সংকলন। ৩টি গল্প একাধিক পর্বে বিভক্ত। মূলত মানবজীবনটিই একই গল্পের ধারাবাহিক চিত্রায়ন, স্থানকালপাত্র-ভেদে আলাদা মনে হলেও। জীবনের দুঃখ, অপমান, পরাজয়ের মধ্য থেকে সুন্দরতম আবেগটিকে তুলে আনেন লেখক, খুঁজে বের করেন অকল্পনীয় সুন্দর মানুষটিকে; যে-মানুষ আরাধ্য, এবং যে-মানুষ কখনও জন্মায়নি। কথার ভেতরেও কথা থাকে। সত্যের ভেতরেও থাকে আরেক সত্য। আমরা হয়তো কখনও-কখনও ভাবনায় সেসব সত্যের মুখোমুখিও হই, কিন্তু পুনরায় ফিরে আসি, আসতে হয়, প্রাত্যহিক জীবনের রূঢ়তায়। এ বিশাল পৃথিবীর কোথাও হয়তো কেউ-কেউ থাকেন, যারা ভাবনার পাতা উল্টান আর লিখতে থাকেন অকপটে সেসব কথা। সত্য। এ বিশ্বব্রহ্মাণ্ডে তখন ধ্বনিত হতে থাকে একটি বাক্য, "তুমি সুন্দর, কিন্তু আমরা অপ্রস্তুত।"