প্রিয়তু শ্যামাকে যদি মধ্যবিত্তের লেখক বলা হয়, তবে মনে হয় মোটেই ভুল বলা হবে না। মধ্যবিত্ত শ্রেণিটাকে তিনি নিপুণভাবে আঁকতে পারেন তাঁর গল্প, কবিতা এবং উপন্যাসে। ‘আনন্দধাম’ বইটিতেও লেখক এই শ্রেণিটাকে নিয়েই যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। দেখিয়েছেন মধ্যবিত্তের চাহিদা আর প্রাপ্তিতে কতটা ব্যবধান। বইটির প্রতিটি বাঁকে বাঁকে পাঠক তার নিজেকে বসাতে সক্ষম হবেন। যেন এক-একটা জীবন তাঁরই যাপন করা! আনন্দধাম শুধুমাত্র একটি বই নয়, এটি মধ্যবিত্তের অভিধান, এটি একটি সফল চিত্রকর্ম।