ভীমরুল—নওপাড়া গ্রামের জন্য আতঙ্কে মোড়ানো একটা নাম, আর এই গ্রামেরই মেয়ে আমি; অথচ আমার কাছে ভয়মিশ্রিত এক লজ্জার নাম হলো নীল, নীল চৌধুরী; নওপাড়া গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা, যে নিজেও কিনা মস্ত বড়ো এক আতঙ্ক। কিন্তু আতঙ্কিত পুরুষের অন্য রূপ হঠাৎ একদিন বেরিয়ে আসে আমার সম্মুখে। শুধু কি তাই? জোর গলায় সে দাবীও জানায়, “অদৃশ্য আফিমে ভরপুর এই চোখ দুটো আমার... স্রেফ আমার। তাই এক আল্লাহ আর আমি ছাড়া কখনো যেন এই চোখে পানি না আসে। মনে রাখিস, এই চোখে শুধু নীলজল আসবে আর আসবে এক আকাশ লজ্জা; যেই লজ্জার কারণও হবো স্রেফ আমি, নীল চৌধুরী।”
Read all reviews on the Boitoi app