এই গ্রন্থটি বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইসলামি চিন্তাবিদ ও আন্দোলনের পথিকৃৎ শহীদ ইমাম হাসান আল বান্নার জীবন, দর্শন ও সংগ্রামকে ঘনিষ্ঠভাবে উপস্থাপন করে। তিনি শুধু একজন সংগঠক নন, বরং মুসলিম উম্মাহর নবজাগরণের অগ্রদূত। তাঁর নেতৃত্বে ‘আল ইখওয়ানুল মুসলিমুন’ হয়ে ওঠে একটি বৈপ্লবিক ইসলামি আন্দোলন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। বইটিতে তাঁর দাওয়াতি জীবন, রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং শহাদাতের অন্তরঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। ইসলামী আদর্শে গঠিত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন, তাঁদের জন্য এই গ্রন্থ একটি অনুপ্রেরণার উৎস।