নয়নতারা ফুলের নামে উপন্যাসের নায়িকার নাম। নায়িকা নয়নতারা কি কোনো ফুলের মতো জীবন পায়? নাকি তার চলতি পথে প্রতি পদে পদে সম্মুখীন হতে হয় এক-একটি নতুন অভিনব অভিজ্ঞতার? পুরো উপন্যাস জুড়ে নয়নতারার জীবনে তিনটি পুরুষকে দেখা যাবে। একজন পুরুষ, যে কিনা আবার নারীর দালাল হাসান; একজন প্রতিষ্ঠিত শিল্পপতি সাজ্জাদ চৌধুরী; আরেকজন শুভ্র পুরুষ রিমন। নয়নতারা ভালোবাসে এর মধ্যে একজন পুরুষকে। সে কে? নয়নতারা কি শেষপর্যন্ত সেই পুরুষটিকে তার জীবনে পাবে?