-"কাম উইথ মি।" -"কোথায়?" -"মেরে ফেলবো। মেরে ম্যাগডালেন ব্রিজের নিচে ফেলে দেবো।" কী বলে যুবক? শতরূপার মনে ভয় ধরলো। সত্যি সত্যি ফেলে দেবে না তো? সে যে না বলে চলে এলো সেই অপরাধে? মানুষটা খুব রাগী আর নিজের রাজ্যে নিজেই রাজা, তা আর বলার অপেক্ষা রাখে না। কিংবা ভয় জিনিসটা যে কম আছে, সেটাও মানতে হয়। সাহসের কথা বলতে হয় আর! উঁহু, গতকালই তো সাহসিকতার পরিচয় শতরূপা পেয়েছে। সে আচমকাই ইলিয়ানের গলা জড়িয়ে ধরলো। আহ্লাদী স্বরে বললো, -"প্লিজ, আমাকে মারবেন না। আমার হাসব্যান্ড বিধবা হয়ে যাবে। আমি আমার স্বামীকে বিধবা হয়ে ঘুরতে দেখতে পারবো না।" সিরিয়াসলি! বিধবা? ছেলেরা বিধবা হয়? এই মেয়ের মাথা ঠিক আছে তো? কী সব বলছে। ইলিয়ান ওর মাথা সহ চোয়ালটা চেপে ধরলো। স্লো ভয়সে বললো, -"পানিশমেন্ট তো তুমি পাবে জান। এমন পানিশমেন্ট দিবো, আমার অবাধ্য হওয়ার আগে তোমার চিন্তাশক্তি লোভ পাবে।"
এটা আমার প্রথম ই-বুক , এটা পরে খুব ভালো লাগলো । অসাধারণ ছিল 🥰🥰
Read all reviews on the Boitoi app
Khub akta valo large ni. Amar mone hoy new kono character niye lekha uchit. New theme, new character and new story.
এতো এতো সুন্দর লিখেছো তুমি বলে বুঝতে পারবো না। ইলিয়ান কে যত পড়ছি ততই মুগ্ধ হয়েছি। ইলিয়ান~শতরূপা বেস্ট জুটি। আমার কাছে অনেক অনেক অনেক ভালো লাগছে গল্পটা। তুমি এইভাবে আরও এগিয়ে যাও দোয়া করি সবসময় সফল হও ❤️
জান্নাত সুলতানা আপুর লেখা বরাবরই সুন্দর। শতরূপা ই-বুকটিও বরাবরের মতোই সুন্দর ছিলো। ইলিয়ান সার্ভেল একটি দারুণ চরিত্র। শতরুপার প্রতি তার অবসেশন আর ভালোবাসায় মুগ্ধ হয়েছি। সব মিলিয়ে ই-বুকটি দারুণ ছিলো। আগামি দিনগুলোর জন্য শুভকামনা রইলো আপু।💜💜
তোমার লেখা নিয়ে আমি নতুন করে কিছু বলবো কারণ তুমি সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করো এবং সেরাটাই দাও🥰🥰 এবার আসা যাক গল্পের চরিত্র। সত্যিই অনেক বেশি ভালো লেগেছে ইলিয়ান সারভেল কে শেষে একটাই কথা বলবো, 🥰🥰"আমার ইমোশন ইলিয়ান সারভেল আর ইলিয়ান সারভেল এর ইমোশন রূপ "🥰🥰 এই ভাবেই এগিয়ে যাও সবসময় তোমার সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইলো সামনে আরো ভালো লেখার আশাবাদী ❤️❤️