"আমি যাকে ভালোবাসি, সে আমার সোশ্যাল স্ট্যাটাস না। ও আমার রূহ। রূহের কোনো স্ট্যাটাস লাগে না। এটা চয়েস। আমার রূহ কোথায় থাকবে, এটা আমার চয়েস।" ___শিশির রহমান
আপনি যদি ছোট্ট বেলায় কাজিন স্কোয়াডের সাথে কাটানো সময় টা এখনো মিস করে থাকেন, তবে আপনার জন্যই প্রেম অপ্রেমের খেলাঘর😊 হারিয়ে যান ভাইবোনদের সাথে মিষ্টি সব খুনসুটি তে.... হ্যাপি রিডিং🥰
Read all reviews on the Boitoi app
অস্বাভাবিক লেবেলের সুন্দর লেগেছে গল্পটি। বিশেষ করে এ্যানি ইনাম জুটির খুনশুটিময় ভালোবাসা।
আহা, এই উপন্যাসটি আমার আবেগ। যারা শুরু থেকে এই উপন্যাসটি পড়েছেন, তারা সবাই নিজেকে কোথাও না কোথাও এনির সাথে রিলেট করতে পারি। খুব দু:খী একটা মেয়ে। যার দু:খের গভীরতা ছোয়ার সাধ্য, হয়তো কারোরই নেই। এই মেয়েটা কখনও কাউকে ছেড়ে যায়নি, সবাইকে নিয়ে বর্তমানে বাচতে চায়। এই চাওয়াটা কারো জন্যই দোষের না।এনির জন্য অনেক ভালো কিছু অপেক্ষায় আছে। 🥰
প্রেম অপ্রেমের খেলাঘর উপন্যাসের মাঝে এ যেন মনোমুগ্ধকর একেকটি চরিএায়ন দৃশ্য। প্রতিটি শব্দ চয়ন খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রেম অপ্রেমের খেলাঘর। একটি একান্নবর্তী পরিবারের ভাঙা গড়া,কাজিনদের একাত্মবোধের রূপরেখা, আত্মিক বন্ধন, এ্যানির অনূভুতি, ভালোবাসা সব মিলিয়ে উপন্যাস টি সার্থক বিন্যাস। লেখিকার প্রতি রইলো ভালোবাসা এতো সুন্দর উপন্যাসের জন্য।
প্রেম অপ্রেমের খেলাঘর একটা জীবন্ত উপন্যাস। একান্নবর্তী পরিবার ঘিরে এর কাহিনী। প্রথম পর্বের মতোই অসম্ভব আকর্ষণ ঘিরে আছে উপন্যাস টিতে। এ্যানি, ইনাম এদের ভালোবাসা নিয়ে বলার কিছু নাই। এ্যানির কাজিন স্কোয়াড তো অসাধারণ। যত পড়ি ততই মুগ্ধ হই। যদিও পড়া এখনো শেষ হয় নাই তবুও মুগ্ধতা বাড়ছে প্রতিটা পেজে পেজে।
গল্পখানা যখন আমার এ্যানু বাচ্চার, অসাধারণ হবেই!! যতই পড়েছি ততই মনে হয়েছে আমিও যেন সেই খেলাঘর এর সাথী। নিজেকে বাইরের ভিন্ন কেও মনেই হয়নি!! as always.. Best and excellent ❣️
“প্রেম অপ্রেমের খেলাঘর” — উপন্যাসটির নামের সার্থকতা কোথায় জানেন!!! প্রেম আর অপ্রেমে। আর কোথায় এর সৃষ্টি!!- সবার মনের উঠানে যা একটি খেলাঘর জুড়ে আছে। ঘর যত পুরনো হয় ততই সম্পর্কের পরিবর্তন গুলো পরিণত হয়।এই উপন্যাসটি পড়তে গিয়ে মনে হয়েছে—জীবন মানে শুধু প্রেম নয়, অপ্রেম ও বটে কিন্তু তা ঠিক ঘৃণা নয়। আবার সম্পর্ক মানেই সবসময় সুখও নয় — সব পাওয়ায় যেমন পরিপূর্ণতা থাকে না, তেমনই কিছু শূন্যতায় ও সব পেয়ে যাওয়ার পরিপূর্ণতা আসে। ২য় খণ্ডের পড়ে মনের অনুভূতিঃ- ইনাম-এ্যানি কি পেলো, কি হারালো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ওরা কতটা পরিণত হলো। নিত্য - না পাওয়ার আক্ষেপ গুনতে গিয়ে কি পেলো সেই হিসাব করা হলো না আর। শিশির - শূন্য হয়েও নিজেকে পরিপূর্ণ করা যায়, মনকে কতটা বিস্তীর্ণ করা যায় যাতে কেউ তার দুঃখ গুলো বুঝতে না পারে।কারো জন্য নিজেকে নিবেদিত করে ফেলা এতটাও সহজ না, এই অসাধ্য সবাই করতে পারে না। বিজয় - জীবনের সব সম্পর্ক একই রকম হয় না, কেউ এসে কষ্ট দিয়ে চলে যায়, আবার কেউ—শব্দ না বলে পাশে থাকে, ঠিক ছায়ার মতো, আবার কেউ বড্ড ভুল সময়ে আসে। অজানার শুরু, কিন্তু মনে হবে সেই শুরু থেকে ছিল। আরো কি বাকি আছে!!! - আছে তো, একেক টা আলাদা গল্প - - হয় অপ্রেমে নিঃশেষ বা প্রেমে পূর্ণ। হয় সম্পর্কে তিক্ততা অথবা বন্ধুত্বে মিষ্টতা। আর আছে ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ।
“প্রেম অপ্রেমের খেলাঘর ” একটি জীবন্ত জীবনকাহিনী...! এ যেন এক জীবন গাঁথা যেখানে আছে এক বিশাল একান্নবর্তী পরিবারের সদস্যদের জীবন এবং তাদের সাথে সম্পৃক্ত আরও অনেক জীবনের মিলনমেলা...!!! এখানে যেমন আছে সুখের হিল্লোল আবার চরম সংকটাপন্ন সময়েও কিভাবে বুদ্ধিমত্তার সাথে তা কাটিয়ে ওঠা যায়..!? পরিস্থিতির জ্ঞান যেমন সবার থাকে না , আবার কেউ কেউ থাকেই সবার দায়িত্ব নেয়ার মতো সাহসী....! সারাজীবন আগলে নেয়ার যে আশ্বাস মানুষ দিয়ে থাকে তা কি সবাই পূরণ করে ___!!? করে হয়তো কেউ কেউ ____!??? জীবন তো এমনই, কখনও প্রেমে থাকবে ভরপুর, কখনও দায়িত্বরা ভীর জমাবে... তাই বলে জীবন থেমে থাকবে...!!? স্বামী স্ত্রীর যে বন্ধন,একে অপরের পরিপূরক....,ভাই বোনের যে অমায়িক সম্পর্ক, কখনো আন্তরিক কখনো অভিভাবক হয়ে ওঠা..., বন্ধুর জন্য বন্ধুত্বের প্রমাণ ______ অসাধারণ লেগেছে। আর জেনেছি, মানুষের পরিণতি আসলে তাঁর কর্মফলই নির্ধারণ করে....!!! এ উপন্যাস যে পড়বে না,সে বুঝবে না। জীবনের মানে বুঝতে হলেও পড়া উচিৎ! জীবনের মানে শুধু স্বামিকে অথবা স্ত্রীকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়,পুরো পরিবার আর তাঁকে ঘিরে অসংখ্য জীবনের সম্পৃক্ততা ______!!! বরাবরের মতই অসাধারণ হয়েছে... একদম উপন্যাসে ডুবে যাবার মতই ___।।।
Amar khub pochonder uponnas.