একটা গ্রাম্য মেয়ে, যার পুরো পরিচয় শুধু গ্রামের কলেজে পড়ুয়া! সত্যি মনে করো, আমি আয়মান ফুকুসিমা, তোমাকে বিয়ে করবো? তুমি জানো, আমি কি ধরনের মেয়ে পছন্দ করি? আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখো নিজেকে। ওভারসাইজ ফিগার, থার্ড ক্লাস পোশাক, কটকটে রঙের লিপস্টিক! এভাবে কি কাউকে আকর্ষণ করা যায়? শুনো, মেয়ে, আমার বউ হওয়া তো দূর! তুমি আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও রাখো না। একরাতের জন্য আমার বিছানায় আসা মেয়েরাও তোমার থেকে হাই স্ট্যাটাসের হয়। আশা করছি, যদি নিলজ্জ না হও, বিয়েটা ভেঙে দিবে।' এই তিক্ত কথাগুলো বলেই একদিন মালিহাকে তুচ্ছতাচ্ছিল্য করে রিজেক্ট করেছিল যে মানুষটা, আজ পাঁচ বছর পর সেই অপমানের ঢেকুর গিলে তারই বউ হয়ে বসতে হয়েছে মালিহাকে। নিয়তি কি ভয়ানক নিষ্ঠুর! যাকে সে একসময় প্রাণপণে ভালোবেসেছিল, তারপর একই রকম ঘৃণাও করেছিল। এখনো যাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে, আজ তাকেই জীবনসঙ্গী হিসেবে বরণ করতে বাধ্য হয়েছে সে। কি এমন কারণ, যা মালিহাকে আবারও সেই একই মানুষের সাথে জীবনের বন্ধনে জড়িয়ে দিয়েছে?
কি সুন্দর!! 🥹
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর গল্প
খুব ভালো লেগেছে গল্পটা। অনেক সুন্দর ছিল "পিওনি"❤
পাঠপ্রতিক্রিয়াঃ ২০ পর্বের এই ইবুক খুব চমৎকার ছিল। শুরুটা যেভাবে হয়েছিল শেষ টা হয়েছে একদম চমকের মতো। মালিহার ব্যক্তিত্ব খুব স্ট্রং ছিল। যেটা মাঝে মাঝে ভালো মন্দ দুটোই লেগেছে। শেষ মূহুর্তে আয়মানের মালিহার জন্য সাইকোপ্যাথ হয়ে যাওয়া চোখে লাগার মতো ছিল। একটা দূর্ঘটনায় সবকিছু যেমন এলোমেলো করে দেয় ঠিক তেমনই আবার সাজিয়ে গুছিয়েও দিয়ে যায়। লেখিকার লেখনী খুবই দারুণ।
এত্তো ভালো লেগেছে বলার মতো নয়। সবসময় এর মতো তোমার লেখা মনে থাকে এইটাও শিওর কয়েকদিন মাথায় ঘুরতে থাকবে। এত সুন্দর করে গুছিয়ে লিখছ যে কোন একটা জায়গায়ও পড়তে বিরক্ত বা খারাপ লেগে স্কিপ করব এমন ফিল হয় নি। অনেক চমৎকার লিখেছ আপাই। ভালোবাসা❤️।
অসম্ভব সুন্দর একটা গল্প ❤️❤️
মন ছুঁয়ে যাওয়া চমৎকার একটা গল্প ❤️❤️❤️
অনেক সুন্দর একটা স্টোরি ❤️❤️❤️
সাজিয়ানা আপুর লেখা সবসময় সুন্দর, পিওনি গল্পটা এওো সুন্দর করে গুছিয়ে লিখেছে, একটুও বিরক্ত হয় নি পড়ার সময়। এক বসাতেই শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ পড়ে তৃপ্তি পেয়েছি ভীষণ। আপুকে ভালোবাসা 💝👀
অসাধারণ