সদ্য বিবাহিত রাত্রি আর অরিন্দম রাশিয়ার প্লাস শহরে গেছে হানিমুনের উদ্দেশ্যে। কথা ছিল, হানিমুনের সাথে অরি ছবিও আঁকবে। খুব সুখে সময় কাটাচ্ছিল ওরা, কিন্তু ধীরে ধীরে অরির মাঝে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে, টের পায় রাত্রি। একসময়ে ও হেরে গেল রুসালকার কাছে। রুসালকা অরিকে ছিনিয়ে নিল। কিন্তু রাত্রি মেনে নেয় না। ও অবশ্যই অরিকে উদ্ধার করবে রুসালকার জাল থেকে। রাত্রি কি জয়ী হবে?
আমার বিশ্বাসই হচ্ছে না "রুসালকা"গল্পটা আমি এক বসায় পড়ে শেষ করেছি! অসাধারণ হয়েছে।রাত্রির যে ভালোবাসার শক্তি ছিল সেই শক্তিই ফিরিয়ে দিয়েছে অরিকে। ওলগা ও খুব ভালো মনের মানুষ । ওর জন্য ও অনেক কিছু সহজ হয়েছে ।পড়তে পড়তে যেন এক রুপকথার রাজ্য ঘুরে আসলাম।
Read all reviews on the Boitoi app
কাল পড়ে শেষ করলাম। চমৎকার লেখা নাজ আপু। রূপকথা, মানবিক সম্পর্ক, থ্রিলিংণ এলিমেন্ট কি নেই এখানে! দারুণ একটা সমাহার সবকিছুর। মন ভরে গেছে।
রুশগল্প আমার খুব প্রিয় একটা বিষয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সমাপ্তি হয় দু:খ দিয়ে। কিন্তু রুসালকা গল্পের এখানেই আকর্ষণ। একজন ভীনদেশী মা, একজন ঘোরগ্রস্ত প্রেমিকা আর একজন রুদমিলা। কি দারুন সমন্বয়! মনে হচ্ছিলো আমিও প্লসের প্রকৃতিতে আটকে গেছি। অসম্ভব মায়াবী একটা গল্পে বুঁদ হয়ে ছিলাম। এমন ভালোবাসার তীব্রতা ঘেরা গল্প কেউ একবার শুরু করলে থামতে পারবে না নিশ্চিত। লেখককে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পড়ে দেখার অনুরোধ রইলো।
দুর্দান্ত! কী যে ভালো লাগলো লেখাটা, ভাষায় প্রকাশ করা অসম্ভব। রাত্রির এই অসম্ভব জার্নি সফল হয় তার ভালোবাসার শক্তিতে। আর সাথে ছিল বিদেশী মা ওলগার নিঃস্বার্থ মায়া ও সহযোগিতা। লুদমিলার জন্য কষ্ট লেগেছে। তবে শেষপর্যন্ত লুদমিলা প্রতিশোধ নিতে পেরেছে দেখে ভালো লাগলো। অরি, রাত্রি ও ছোট্ট লুদমিলার জন্যে অনেক অনেক শুভকামনা।
এত সুন্দর একটা গল্প।পড়তে পড়তে একটা রূপকথার জগৎ থেকে ঘুরে এলাম। অনেক শুভকামনা আপু। আরও এমন সুন্দর গল্পের অপেক্ষায় থাকলাম। “এমি”
অনবদ্য লেখনী। সাধারণ পাঠক হিসেবে একটা প্রশ্ন থাকবে অরি কী রাত্রির ওকে ফিরে পাওয়ার গল্পটা জানবে না? সে তো রুসালকার অস্তিত্ব সম্পর্কে জানত। লেখিকা আর লুদমিলার জন্য ভালোবাসা
অনলাইনে এক পর্বের ছোট গল্প হিসেবে পড়েছিলাম এটা। তারপর কিছুদিন আগেই জানলাম, লেখক গল্পটা রিরাইট করে, বর্ধিত ভার্সন আনবেন। এবার পুরোটা পড়ে মনে হচ্ছে অবশেষে গল্পটা পূর্ণতা পেলো!! ছোটবেলার মতো আরও একবার রূপকথার জগতে হারিয়ে যাবার মতো অনুভূতি নিয়ে গল্প শেষ করলাম। এক কথায় চমৎকার!! গল্পে ওলগা কে দেখে মনে হলো, মমতার আসলে নির্দিষ্ট কোনো ভাষা প্রয়োজন হয় না। ভীনদেশে মমতায় আগলে রাখা, সবটা দিয়ে সাহায্য করতে চেষ্টা করা - মনে করিয়ে দিচ্ছিলো মায়েদের সেই শ্বাশত রূপ!! রাত্রির হাহাকার এ যেমন কষ্ট পেয়েছি, তেমনি রুসালকার জন্যেও কষ্ট হয়েছে। অপঘাতে মৃত্যুর কারণে যেসব রুসালকা আটকে আছে দিঘির জলে - তাদের করুন কাহিনি জেনে খারাপ লাগবেই.... হার না মেনে প্রিয়জনের জন্যে চেষ্টা করে যাওয়া রাত্রির মনোবল আর শেষ পর্যন্ত জার্নিটা বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে চমৎকার একটা ফ্যান্টাসি রাইড!! #হ্যাপি_রিডিং
Tabassum Naj apur onnanno fantasy golper motoi oshadharon ekta golpo......ratri r orir shathe shathe amio jeno rupkothar jogote chole giyechi....boita pora shesh hobar por o ghor theke ber hote parchi na..r shesh ta khubi shundor. Endingta ekta darun surprise chilo. Shob miliye oshadharon ekta boi ❤️
সারাদিন সংসারের কাজ, ছোট বাচ্চা কে সামলানো । তারপর আবার আরেকটা পেটে রয়েছে । এতকিছুর পরে বই পড়ার সময় পাই শুধু রাত্রি বেলা । তা-ও দশ পনের মিনিটের জন্য । রূসালকা আমার পড়া প্রথম ইবুক । এক বসায় ( আসলে শোয়ায় ) বইটি শেষ করলাম । পাশে স্বামী বেচারা বারবার বকা দিচ্ছে শরীর খারাপ হবে ভেবে । বকা পাত্তা না দিয়ে বইটি শেষ করলাম । এককথায় অসাধারণ । নাজ আপু আপনি খুব ভালো লিখেন ।
অপেক্ষায় ছিলাম গল্পটার। নাজ আপু মানেই স্পেশাল কিছু। মিথোলজির সাথে মানুষের সংযোগ। গল্পটা দারুণ লেগেছে। 🤍🤍