কাশ্মীর পৃথিবীর চোখে এক স্বপ্নলোক, মুসলমানের হৃদয়ে এক যন্ত্রণার নাম। এই ভূখণ্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়—বরফঢাকা হিমালয়, কলকল করে ছুটে চলা ঝরনা, আকাশছোঁয়া চূড়া, আর প্রকৃতির অপার সৌন্দর্যে গড়া এক মোহময় জনপদ। কিন্তু এই ভূস্বর্গেই যেন ধরা দিয়েছে নরকের চেহারা—যেখানে প্রতিদিন রক্ত ঝরে, নারী বিলাপ করে, শিশু গুলি খেয়ে নিঃশব্দে লুটিয়ে পড়ে, আর মানবতা কাঁদে। কাশ্মীর কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং এটি এক জাতির আত্মপরিচয়ের প্রতীক, স্বাধীনতাকামী মানুষের রক্তে রঞ্জিত প্রতিরোধের চিহ্ন। ১৯৪৭ সালের উপমহাদেশ বিভক্তির পর থেকেই কাশ্মীর পরিণত হয় ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন এবং সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে।