'পঞ্চরত্ন' উপন্যাসটি আমার কাছে প্রথম সন্তানের মতো। প্রথম মা হওয়ার অনুভূতি যেমন তীব্র ভালো লাগার হয়, 'পঞ্চরত্ন'ও ঠিক তেমন। মনে আছে, বইটি হাতে পাওয়ার পর কিছুক্ষণ চোখের পানিকে ধরে রাখতে পারিনি; বাকশক্তিও বুঝি সাময়িক বিরতি নিয়েছিল। এই সন্তানটি আমার কতটা ভালো কিংবা মন্দ হয়েছে, মা হিসেবে আমি তার বিচার করতে পারব না, তবে 'পঞ্চরত্ন' আমাকে প্রথম মা হওয়ার সুখটুকু দিয়েছিল। আমি চেষ্টা করেছি আগের ছোটো ছোটো ভুলগুলো থেকে শিক্ষা নিতে, কারণ প্রথম মা অনেক ক্ষেত্রে আনাড়ি হয়ে থাকে এবং পদে পদে ভুল করে।