যে ব্যক্তি খুনকেও শিল্পের মতো ভাবে, তার ভালোবাসাও হয় অসাধারণ এক উন্মাদনা। যাকে সে চায়, তাকে পাওয়ার জন্য সে নেমে যেতে পারে সব সীমার নিচে। তার অবসেশন হয় আর্টের মতো। সিয়ারা কীভাবে যেন এক ভয়ংকর পুরুষের হৃদয়ে শিকলে আঁটকা পড়ে গেলো। এখন বের হবে কীভাবে? সব রহস্য যেন দুটো ঠোঁটের দূরত্বে লেখা আছে। পালিয়ে বাঁচতে পারবে কী সে?
মন মানে মর্তুজা যাকে আমার অনেক মনে ধরেছে।আর নায়িকা গুলো কেন গাধা প্রকৃতির হয় বুঝে আসে না আমার।মন কে রেখে কেন যে পালা লো । এক কথায় রূপকথার জগৎ । পরের পার্ট হেলেবর এর অপেক্ষায় রইলাম।
Read all reviews on the Boitoi app
সত্যি কি সিয়ারাকে মেরে ফেললেন? একটি পুরো পুরি নির্দোশ মেয়ে, যে শুধু শত কষ্টের মাঝেও বাঁচতে চেয়েছিলো।
শেষটা আমার জন্য ট্রমাটিক ছিল তবে গল্পটা অসাধারণ ❤️
ভয়ংকর এক পুরুষ মুর্তজা। খুবই সুন্দর ছিল লাস্ট মুহূর্তে তো দম বন্ধ হয়ে আসছিল। এখনো দম বন্ধ হয়েই আছে। আরো অনেক রহস্য জানার বাকি আছে। প্লিজ আপু একটু তাড়াতাড়ি নিয়ে আসেন দ্বিতীয় খন্ড । 🥹
Osadaron
পড়া শেষ করলাম।বেশ ভালো।আকর্ষণীয় প্লট।বিশেষ করে স্টার্টিং এ সম্পর্কের টানাপোড়েনের যে বর্ণনা দেওয়া হয়েছে তা বেশ টানবে পড়ার জন্য।প্রথম প্রথম সিয়ারাকে খুব একটা পছন্দ না হলেও পরে মনে হয়েছে জাস্টিফায়েড।আর মুর্তজাকে এক কথায় বলবো charismatic guy or mafia aura. ই-বুকের নাম নিয়ে একটু বলি ভেরি ডিফ্রেন্ট।নাম টাই যথেষ্ট পাঠককে আকর্ষিত করার জন্য। কোনো রিভিউ নয় এটা।জাস্ট অনুভূতি।
আপনার গল্প বরাবরই পছন্দের, এটাও পড়ে মনটা ভালো হয়ে গেলো। কিন্তু সিয়ানার এইভাবে মৃত্যু না হলেও পারতো, ওদের সুন্দর একটা সংসার হলে কি আপনার ভাত কম পরতো? নিজেকে কি মনে করেন হুহ! মুর্তজাকে কষ্ট কেন দিলেন 😭
গল্পটি ভালো লেগেছে