দোলনচাঁপার যেমন শক্তপোক্ত কিছু আঁকড়ে বেড়ে ওঠে, নিধিও তেমন লতানো দোলনচাঁপার মতো ছোটো থেকে আঁকড়ে বড়ো হয়েছে অভ্রকে। তার পাগলামি আচরণ, বেফাঁস বলে ফেলা কথা, কথায় কথায় অভ্রকে প্রেম নিবেদন। বিয়ে পাগল মেয়েটার বাচ্চামি, দুষ্টুমিতে ভরা শৈশব থেকে শুরু করে বয়ঃসন্ধির প্রেম, সবটা ঘিরে যাকে সেই মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে কী করবে নিধি? অভ্রই বা কেন শুধু শুধু সহ্য করে তার সব পাগলামি? ভালোবাসা কী লুকিয়ে তবে যত্নে? সময় থাকতে কী পাগলামির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার প্রকাশ ঘটবে? অভ্রকে তেলে বেগুনের ছাঁচে ফেলার মতো জ্বালাতে থাকে নিধি। তার উদ্ভট কাজ আর কথাই পরিবারের প্রাণ। অবশেষে বিয়ের আগেই সবাইকে ছড়িয়ে দেয় অভ্রর বাচ্চা তার পেটে। এরপর......
ভেবেছিলাম অভ্র আর নিধির সংসার দেখতে পাবো কিন্তু এখানে তেমন কিছুই হলো না.. ভালোবাসা প্রকাশ করার আগেই দেখি গল্প শেষ অনেকটা অসম্পূর্ণ একটা গল্প রয়ে গেলো.. প্লিজ তাদের সংসার জীবনের খুনসুটি দেখতে চাই.. আপনার কাছে অনুরোধ রইলো 🥰
Read all reviews on the Boitoi app
এই দেখো,পড়তে নিলাম আর শেষ হয়ে গেলো।‘জামাই অন ট্রায়াল' শুরুতেই নামটা শুনে হাসি পেয়েছিলো। নিধির বাচ্চামো ওয়ালা কথা শুনে জোরে হেসেছি।অভ্রর মতো শান্ত,শিষ্ট,ধৈর্যশীল প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার।নিধির পাগলামি, বাচ্চামো কতো সুন্দর করে সামলায়,আবার নিধিও একদম প্রাণখোলা,জীবনে এমন প্রাণখোলা হতে পারাই বেস্ট। হাসি,আনন্দ,ব্যস!যেখানে মন খারাপের স্থান নেই।তবে এটার যেহেতু ২য় খন্ড আসবে তাই বাদ বাকিগুলো পরের জন্য তুলে রাখলাম।❤️
Sob thik ace tobe er aktu,,,kahini thakle valo lagto,,,
Golpo ta onk sundor silo...but end ta arektu sundor hote parto....porar por aro part porte mon chaitese 🥹eto taratari sesh keno holooo 😩
Osadharon laglo... Nidhir bachami r kotha gulo vhison sundor chilo Nidhir Moto meye k Abhror moto cheley shamlate parbe 😊
গল্পটা যতটা গুছানো ভেবে পড়া শুরু করেছি, ততটা টাশকি খেয়েছি। পড়লো আর মরলো এর মতো হয়ে গেলো।
কমেডি টাইপ গল্প তবে অসমাপ্ত। ফান মুডে একবার পড়ার মতো গল্প। বারবার পড়বার মতো নয় এই গল্পটি।
পড়ে শেষ করলাম নিধি আর তার অভ্র ভাইয়ার দুষ্ট-মিষ্টি ভালোবাসাময় গল্প।।।।। নিধির পাকনা পাকনা কথা, হাসিখুশি মাখা কথাগুলা দারুণ লাগলো আর নিধি জামাই ট্রায়াল দিচ্ছে ঠিকই কিন্তু অভ্রও তার বাচ্চা বউকে মানুষ করছে যত্ন,ভালোবাসা দিয়ে অনেক ভালো লাগলে পড়ে।।।।। ভালোবাসা ফিজা আপু 🌸🌸
Boi ta oshadharon..bishesh kore Nidhi jeno balika bou er shreshtho example. Tobe aro ektu kahini ta long hole valo hoto. Tbe chotogolper moto ekta resh tanaro onuvuti kharap na. Shobsheshe spacial thanks apnake karon apnar lekha pore ami dirgodin dhore nijer vitore pushe rakha lekhkar shokh take bastobe rup deoa shuru korechi. Oshonkho kritoggota..