সময়টা জুলাই, ২৪ জুলাই। বাংলাদেশে এক যুদ্ধ চলমান। চারপাশে গুলি ও টিয়ারশেল-এর শব্দ, কোথাও ধোঁয়া আর কোথাও লাশ পড়ে আছে ছিন্ন-বিচ্ছিন্নভাবে। রক্তে ভিজে আছে রাস্তাঘাট, গুলির খোসা ও টিয়ারশেল-এর অকেজো অংশগুলো। সেই সময় এক যুবকের মনেও তীব্র আকাঙ্খা, সেও এই যুদ্ধে অংশ নিতে চায়। অবশেষে সেই যুবকটি অংশ নিতে সক্ষম হয় ও কিছু ভয়ানক সত্যের মুখোমুখি হয়। যেনো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে! সেই যুবকের চোখে দেখা ও তার সাথে ঘটে যাওয়া করুণ ইতিহাসটাই যেনো এই বই মুখ খুলে বলতে চায়। এই বইটি একটি "জুলাই বিপ্লবের" ইতিহাসের ধারক।
শুভকামনা সবসময় ভাই ❤️
Read all reviews on the Boitoi app
বন্ধুর লেখা বই পড়ার অভিজ্ঞতাই অন্যরকম।
অসম্ভব সুন্দর হয়েছে এখানে আমার নাম ও নেয়া হয়েছে । আমি মিনহাজ।