"তাওহীদ তান শিকদার!" নামটি শুনলেই আশিকা মির্জার ভ্রু কুঁচকে ওঠে। মানুষটা তার কাছে এক রকম ঘৃণা ও বিরক্তিকর নামান্তর। অথচ, নিয়তির এক বেখেয়ালি মোড়ে ঠিক সেই মানুষটার সাথেই জড়িয়ে গেল সে। নিজের ভুলে? না কি এটা ছিল সাজানো ফাঁদ? "রাজনীতি" শব্দটা আশিকার চোখে এক অভিশপ্ত জীবন। যেখানে ভালোবাসা নিঃশ্বাস নিতে ভুলে যায়, আর বিশ্বাস হয় অন্ধকারে বন্দি। তবু, এমন কী ঘটেছিল যে, এই মেয়েটিই একদিন পা বাড়ায় সেই অভিশপ্ত পথে? কে টেনেছিল তাকে? কী করে ভেঙেছিল তার স্থিরতা? জানতে হলে পড়ুন, তোমার হৃদয়ের কার্ণিশে।
মিশকা মুনের "তোমার হৃদয়ের কার্ণিশে" গল্পটি মূলত রাজনীতি, পারিবারিক টানাপোড়েন ও বন্ধুত্বকে কেন্দ্র করে লেখা। ভালোবাসা, পারিবারিক টানাপোড়েন ও রাজনীতির মধ্য দিয়ে এগোনো গল্পটি থেকে চলুন ঘুরে আসা যাক। গল্পের দুই প্রধান চরিত্র তাওহীদ তান সিকদার ও আশিকা মির্জা। গল্পের শুরুর দিকে তাদের সম্পর্ক ছিল অনেকটা উত্তপ্ত তেল ও পানির মতো। রাজনীতিকে অপছন্দ করা আশিকা হয়ে উঠে রাজনৈতিক নেতার অর্ধাঙ্গিনী। অর্থাৎ ভাগ্যের পরিহাসে তাওহীদ ও আশিকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। গল্পে আশিকার বন্ধুরা বেশ আন্তরিক। তাদের বন্ধুত্ব চোখ জুড়িয়ে যাওয়ার মতো। গল্পে যেমন সারল্যতা রয়েছে তেমনি রয়েছে রাজনৈতিক দ্বন্দ। সময় কাটানোর জন্য ভালো একটা গল্প। শুরুর দিকে পড়ে বেশ ভালোই লাগছিলো কিন্তু শেষ কয়েকটা পার্টে আমি আশাহত হয়েছি। শেষ দিকে গল্পের গতি খুব দ্রুত এগিয়েছে। যার জন্য গল্পটা তার মাধুর্য হারিয়েছে বলে মনে হচ্ছে। এছাড়াও কিছু বানান ভুল চোখে পড়েছে। লেখকের লেখার মান আগের তুলনায় অনেকটাই পরিণত হয়েছে। গল্পটার শেষাংশ আরও ধীরে ধীরে এগোলে হয়তো ই-বুকটা আরও সুন্দর হতো।
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর হইছে তবে শেষে একটু তারাহুরো হইছে। তারপরও আমার ভীষণ ভালো লেগেছে। শেষটা আরেকটু গোছানো হলে পারফেক্ট হতো।
বিবাহ এমন একটা বন্ধন সেটা আল্লাহর তরফ থেকে আসে। এইটা সব থেকে অপছন্দের মানুষ দুইটাকে একসাথে বেধে দিলোই। ওদের সংসার খুব ভালো লাগছে বাট একটা বাবু যখন মারা যায় আমার খুব কষ্ট লাগছিল, কান্না ও করছি... বাট সব মিলাই খুব সুন্দর হয়েছে গল্প টা ❤️❤️❤️
হালকা স্পয়লার গল্পের শুরুতেই নায়িকা আশিকার চরিত্র বেশ রোমাঞ্চকর লেগেছে। তারপর ম্যাচিউর রেখেছো ২জনকে এটা ভীষণ সুন্দর ছিলো। একটু ড্রামার পার্টও ভালোই লেগেছে। তারপর এলো রোমান্টিক পার্ট। আগের তুলনায় আমার কবি সাহেব রোমান্টিকতায় অনেকটা ভালো করছে। সুন্দর। কিন্তু ওদের মিল হওয়ার মাঝে আরো একটু খুনসুটি রাখলে আরো বেশি ভলো লাগতো। এটা আমার অভিমত আর কি। তারপর বেবিটা। ইশশ। ওভার অল গল্পটা ফুল ড্রামাটিক আর রোমান্টিক ছিলো। আমি অনেক উপভোগ করেছি। সবাই পড়তে পারো। ভালো লাগবে। Keep it up Ms. Moon And best of luck for your 4th e-book (বিবাহ সমাচার)
গল্প টা অনেক সুন্দর হয়েছে আর মিশকা আপুর তাওহীদ-আশিকা জুটিটা আমার অনেক পছন্দের। আমি অনেক অপেক্ষায় ছিলাম ওদের। ধন্যবাদ আপু তাওহীদ-আশিকাকে আরেকবার পরার সুযোগ দেওয়ার জন্য 🫶