আঙুলের আলতো স্পর্শে কম্পনরত ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে অনির্বাণ বলল, "হুস্...। সময় ও সম্পর্কটা কাছে আসার, ভালোবাসার, প্রাণ। ভাঙন কিংবা বিচ্ছেদের নয়।" "দূরে সরিয়ে এখন আবার ভালোবাসা দেখানো হচ্ছে। তোমার এই দুই নম্বরি ভালোবাসার কোনো দরকার নেই আমার। কী করব এই ভালোবাসা দিয়ে? দুইবেলা পানি খাব?" এরকম একটা সিচুয়েশনে এসে, প্রাণেশার মুখে এই কথা শোনে হতভম্ব হয়ে গেল অনির্বাণ। গোলগোল চোখে তাকিয়ে থেকে বলল, "কী বললি তুই? দরকার নেই?" "ঠিকই তো বলেছি। এত ভালোবাসা দিয়ে কী হবে?" "কিছু হোক বা না হোক দশবারোটা আণ্ডাবাচ্চা হবে।" "দশবারোটা! আমার এইটুকু পেটকে কি তোমার পানির টাংকি মনে হচ্ছে? একসাথে আমি এতজনকে জায়গা দেব কী করে? আশ্চর্য! এ কেমন আবদার? কেউ কীভাবে একসাথে এত বাচ্চাকাচ্চা চাইতে পারে? জানের মায়া নেই? এইটুকুন মেয়ে আমি...।" প্রাণেশার কথা শুনে হো হো শব্দে হেসে উঠল অনির্বাণ। হাসতে হাসতে হাতের বাঁধন আরও মজবুত করে প্রাণেশাকে রাগাতে বলল, "চাইতে দোষ কী? বাচ্চাকাচ্চা আল্লাহর অশেষ রহমত। আমি এই রহমত থেকে বিতাড়িত হতে চাই না, বউ। তাইতো সিদ্ধান্ত নিয়েছি, কোনো ধরনের পরিবার-পরিকল্পনা করব না। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ এই স্লোগানের দিকে ফিরেও তাকাব না। আমার স্লোগান হবে, ‘দশটি সন্তানের কম নয়, বিশটি হলে বেশি ভালো হয়।’ আর তার জন্য, প্রতি বছর টুইন বেবি নিয়ে গিনেসবুক অফ ওয়ার্ল্ডরেকর্ডসে নিজের নাম লেখাব। রাজি...?" যেভাবে আহ্লাদী হয়ে টি'শার্টের ফাঁক দিয়ে ঢুকেছিল, সেভাবেই বেরিয়ে এলো প্রাণেশা। শব্দ করে দুটো হাতজোড় করে বলল, "মাফ চাই...। তোমার বউকে দিয়ে এ কাজ হবে না। আমি এ পথে নাই। বাচ্চাকাচ্চা ও গিনেসরেকর্ড নিয়ে কোনো স্বপ্ন আমার নাই। দূরে যাও...। দূরে গিয়ে তুমি আরেকটা বিয়ে করো। বিশটা নয়, একশোটা আণ্ডাবাচ্চা দিয়ে ওয়ার্ল্ডরেকর্ড করো। তাতে আমার কোনো আপত্তি নাই।"
"অনিপ্রাণ জুটিকে পরার আবেশ ই আলাদা। বিশেষ করে অনির্বাণের শাণিত ব্যক্তিত্ব আর প্রাণের নিজস্বতা বোধ খুব আকর্ষনীয় এক কম্বিনেশন। Modest parenting is very much in your child life, এই জিনিসটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পে। তবে, অনি আর প্রাণের নিজস্ব কিছু মুহূর্তময় কথপোকথন গল্পটিতে আরেকটু অ্যাড থাকলে ভালো হতো, ওদের একটু বেশি করে দেখতে চেয়েছি, যদিও side character গুলোও বেশ ভালই ভূমিকা রেখেছে গল্পে। এককথায় গল্পটি জাস্ট পড়ে ফেলার মতো। ❤️🩹"
অনিপ্রাণ জুটিকে পরার আবেশ ই আলাদা। বিশেষ করে অনির্বাণের শাণিত ব্যক্তিত্ব আর প্রাণের নিজস্বতা বোধ খুব আকর্ষনীয় এক কম্বিনেশন। Modest parenting is very much in your child life, এই জিনিসটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পে। তবে, অনি আর প্রাণের নিজস্ব কিছু মুহূর্তময় কথপোকথন গল্পটিতে আরেকটু অ্যাড থাকলে ভালো হতো, ওদের একটু বেশি করে দেখতে চেয়েছি, যদিও side character গুলোও বেশ ভালই ভূমিকা রেখেছে গল্পে। এককথায় গল্পটি জাস্ট পড়ে ফেলার মতো। ❤️🩹
Read all reviews on the Boitoi app
বেশ ঝরঝরে লেখা। পড়ে অনেক ভালো লাগল। কাজিন লাভস্টোরি পড়তে ভালো লাগে খুব। লেখক প্রানেশা অনির্বাণ এর সম্পর্কটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন! সত্যিই প্রশংসনীয়। লেখকের জন্য শুভকামনা রইল অনেক। এমন আরও গল্প উপহার দিন পাঠকদের