প্রাক্তন থেকে চিঠি পেয়ে নোভা থমকে গেল। তবে তার প্রাক্তন নয়। একজন লেখিকার নাম নোভা এলিস। গল্পের খোঁজে পাড়ি জমিয়ে সুন্দর কানাডা থেকে স্কটল্যান্ডের এডিনবরা। এক সকালে অপ্রত্যাশিত অজানা এক প্রেরক থেকে সে একটি চিঠি পেল। কাকতালীয়ভাবে যা তার ছদ্মনামের সাথে মিলে গিয়েছে। প্রাপকের নাম "ফিওনা"। তবে তার ধারণা, এই ফিওনা সে নয়। অন্য এক চিঠির মধ্যে নোভা অজানা প্রেরকের নাম জানতে পারল "ইউয়ান ফিন"। কে এই ইউয়ান? ফিওনা নামের মেয়েটির প্রাক্তন? নাকি অন্য কেউ? সে কি জানে না এখানে তার সেই ফিওনা থাকে না? নাকি জানে? তবুও লিখছে কোন এক অজানা আশায়? নোভা কি করবে এবার? খুঁজে পাবে ইউয়ানকে? কেমন ছিল এই যাত্রা? স্কটল্যান্ডে কেমন ছিল নোভা নামে লেখক, ইউয়ান নামক অজানা প্রেরক এবং অজানা ফিওনার গল্প? এই যাত্রার সাক্ষী হতে হলে পড়ুন "অজানা প্রেরক"। "কিছু সম্পর্কের নাম হয় না। তারা চিঠির মতো। কখনো তারা ভুল করে ঠিক ঠিকানায় পৌঁছায় না, তবু কেউ একজন পড়ে ফেলে, কোন এক অজানা প্রাপক।"