একটা বদ অভ্যাস ছাড়াতে অন্য একটা বদ অভ্যাসে জড়াতে হয় বিহঙ্গিনী। শুধু তোমাতে অভ্যস্ত করে দেওয়ার কথা দিচ্ছি, সব বদ অভ্যাস ছেড়ে দেব। প্রিয় পদ্মা হৃদি।
খুব সুন্দর ❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
Beautiful love story 💖💖
গল্পটা আসলেই অনেক অনেক অনেক সুন্দর হয়েছে আমি আরহাম আর হৃদি, ওদের এমন ভাবে পড়েছি যেন আমার সামনে সব ঘটছে, বাস্তব একটা ফিল আসে অনেক ভালো লেগেছে লেখিকা আপুর জন্য দোয়া রইল
খুব খুব খুব ভালো লেগেছে এটা বলবো না।তবে হ্যাঁ সহজ সরল ভাবে ভালো লেগেছে।একজন পাঠিকার হৃদয় ছুঁয়ে দিতে না পারলেও লেখার মান বেশি খারাপ না। পুরো গল্প নিজ ইচ্ছাতেই পড়া যায়।স্কিপ করতে হয় না।এটা লেখিকার গুন।দোয়া করি এই গুন বৃদ্ধি পেতে থাকুক।
অনেক ভালো লেগেছে গল্প টা,, আরহামের করা ভালোবাসা / পাগলামি সব মিলিয়ে অসাধারণ হয়েছে।
চমৎকার একটি গল্প এছাড়াও লামিয়া লেখিকা আপি মানেই আগুন তার হাতের লেখা মানেই ওয়ান্ডারফুল আমি বরাবরই ক্রাশিত এই গল্পটাও ছিলো মাইন্ডব্লয়িং লাভু আপু এত সুন্দরী গল্প উপহার দেওয়ার জন্য।
আপু গল্পটা অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে গল্পটা 🥰🥰
❤️
লামিয়া আপি কি বলবো বুঝতে পারতেছি না। তোমার লেখাগুলো কে অনেককক ভালোবেসে ফেলেছি।আর আরহাম আর হৃদি কে তো অনেককক। মানে প্রতি টা কথা এবং লিখা সব আমি জীবন্ত অনুভব করে পড়েছি।আমার মনে হচ্ছে এগুলো সব বাস্তব। কোনোটায় কল্পনা নয়। সময়ের জন্য পড়তে পারিনি। তাই এতরাতে পড়লাম। আর আমি তেমন অনুভূতি প্রকাশ করতে পারি না। তাও তোমার জন্য এতটুকু তো দরকার। তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো আপু।এবং আবারো বলতেছি। মাশা _আল্লাহ। কারো প্রশংসা করলে এটা বলতে হয় তাই বললাম😊ভালো থেকো আপু, আর আমাদের আরো সুন্দর করে গল্প দাও।☺️😩
প্রথমেই লেখিকা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাবো এতো সুন্দর একটা গল্প দেওয়ার জন্য আপুর সব গল্পই আমার কাছে খুবই ভালো লাগে আমি উপন্যাস জগতে নতুন এসেছি আর তারপর থেকেই আপুর গল্প পড়ছি মাশাল্লাহ আপুর গল্প গুলো খুবই সুন্দর হয়। এই গল্পটায়ও আমি আরহাম আর হৃদির ভালোবাসার উপর মুগ্ধ এই গল্প যে পরেনি নিঃসন্দেহে সে অনেক সুন্দর একটা গল্প মিস করে যাবে।লেখিকা আপু কাছে আমার ছোট্ট একটা অনুরোধ এইরকম মাফিয়া রিলেটেড প্রেম কাহিনীর আরো গল্প চাই।এবং আপনাকে অসংখ্য অভিনন্দন উপন্যাস জগতে এতো তারা তাঁরি নিজের জায়গা করে নেওয়ার জন্য দোয়া করি আরো এগিয়ে যান 🥰❤️