বিয়ের জন্য তোড়জোড় করছে পুরো পরিবার। তাদেরকে বোঝানো দায়। নিজেদের করা সিদ্ধান্তের নড়চড় হতে মোটেও প্রস্তুত নন তারা। হতাশায় গুমরে উঠে নিখাদ, নিস্তব্ধ, মলিন কন্ঠে জিন্নাত বললো, “ আমার ওনারে পছন্দ হয় না, আব্বা।” সত্যিই কি পছন্দ হয় নি? এই গল্প এক বেকার, রগচটা, কৃষ্ণবর্ণের যুবক মাহমুদকে নিয়ে লেখা, যিনি রাজনীতিতে ওতোপ্রোতভাবে জড়িত। এমন এক সন্ত্রাস প্রকৃতির লোককে বিয়ে করে নিজের সারা জীবন নষ্ট করতে মোটেও প্রস্তুত নয় কিশোরী জিন্নাত। স্বীয় রুপের তুমুল বড়াই তার। কি করে সম্পুর্ন বিপরীত ধর্মী, অসুন্দর, লোক কে বিয়ে করবে? আদৌ কি তার এই বড়াই আজীবন টিকবে? জানতে হলে পড়ুন....
খুব খুব আশা ছিল মাহমুদ আর জিন্নাতের একটি ছোট্ট সংসার দেখার। যখন এটি এলো, তখন কেনার আগ্রহ ছিল এতটাই যে তা বলার বাইরে। অল্পতেই কখনো তৃপ্তি মেটে না, তবুও বলব,মাহমুদ আর জিন্নাতকে পেয়ে আমি খুবই খুশি। তাদের কথা বলতে গেলে কখনোই শেষ হবে না। আমার অতি প্রিয় এই জুটি। অনেক শুভকামনা আর ভালোবাসা। ❤️
Read all reviews on the Boitoi app
মাহমুদ ভাই 🥺
কিছু খাবার আছে, যা যতবারই খাও না কেন, তৃপ্তি মেলে না—স্বাদের রেশ থেকে যায় বহুদিন। "দূর পাহাড়ের তুমি" ই-বুকটি পড়ে আমার মনেও ঠিক তেমনই এক অনুভূতি জেগেছে। তোমার আগের সব লেখার থেকে এটি ছিল আলাদা স্বাদের, ভিন্ন অনুভূতির। শেষ পৃষ্ঠায় পৌঁছেও মন ভরেনি; মনে হয়েছে, যদি আরও কিছুটা দীর্ঘ হতো! হয়তো এখানেই একজন লেখকের লেখার প্রকৃত সার্থকতা—পাঠকের মনে গল্প শেষ হওয়ার পরও আরও পড়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা। পরিশেষে বলবো গল্পটা অসাধারণ হয়েছে।
🥰🥰🥰