'বিগত সাত মাস ধরে কেউ আমাকে ফলো করে। আমার বেডরুম, কিচেন, বেলকনি থেকে শুরু করে আমি যেখানে যাই, সেখানেই তার নজর থাকে। সে আমায় নজরবন্দি করে রাখে। সারারাত ভয়ে আমি বিছানায় জেগে বসে থাকি। শুধু মনে হয়, কেউ তাকিয়ে আছে। আমি আর এভাবে বাঁচতে পারছি না। আপনি আমায় প্লিজ সাহায্য করুন।' মেয়েটার কথা শুনে ড. মেহেদী হাসান চশমা ভেদ করে তার দিকে দৃষ্টি রাখে। 'রিল্যাক্স, মিস...' 'আভিরা আয়াত।' 'মিস আভিরা আয়াত, আপনি প্রথমে গলাটা ভিজিয়ে নিন, এরপর আমাকে বিস্তারিত ঘটনা একে একে বলুন।' টেবিলের উপর থাকা জলের গ্লাসের উপর থেকে ঢাকনা সরিয়ে তার দিকে এগিয়ে দেয়। আভিরা গ্লাসটা নেয় না, বরং ঢোক গিলে বলে, 'আপনি আমার কথা বিশ্বাস করছেন তো? আমার কথা কেউ বিশ্বাস করবে না। যাকেই বলি, হেসে উড়িয়ে দেয়। বলে- ভালো একজন সাইকোলজিস্ট দেখা।' 'অবশ্যই। আপনার সাথে ঠিক কি কি হচ্ছে, আমাকে খুলে বলুন, আমি সব শুনবো।' 'আমার মনে হয়, আমার অ্যাপার্টমেন্টে কেউ আছে। যে লুকিয়ে থাকে। আর আমাকে দেখে সবসময়।' 'আপনি পুলিশ কমপ্লেইন করেছেন?' 'ডেকেছিলাম, তারা সার্চ করে কিছুই পায়নি, উল্টো বললো আমার মানসিক ডাক্তার দেখানো উচিত। কিন্তু আমি তো জানি, সে আমায় দেখে, সবসময় আমার উপর নজর রাখে।' 'কে সে?' আভিরা মাথা নাড়িয়ে জবাব দেয়, 'জানি না। ঘুমালে সে আসে। আমাকে স্পর্শ করে। চোখ মেললে দেখি, সে নেই। আমি তার স্পর্শ অনুভব করেছি। বিগত সাত মাস ধরে অভ্যস্ত হয়ে গেছি সেই স্পর্শে।'
আমি কে সে গল্প টা পড়ার অপেক্ষায় ছিলাম সেই শুরু থেকে। অবশেষে কালকে কিনে আজকে পড়লাম। অনেক সুন্দর একটি গল্প। তবে আভিরার এই গল্প টা বাস্তব হলে আরো ভালো লাগতো। তবে এইভাবেও ঠিক আছে। ইউনিক হয়েছে গল্পটা। আমরাও উপন্যাস পড়তে পড়তে কবে যেন আভিরার মতো হবো ঠিক নেই।😁 এক কোথায় অসাধারণ একটি গল্প, পড়ে মনে হলো টাকা টা উসুল হলো। 🙃 আপুর থ্রিলার গল্প বরাবরই আমার খুব পছন্দের। গল্প টা পড়ে খুব খুব শান্তি লাগছে 😌 আরো থ্রিলার গল্প চাই আপু।
Read all reviews on the Boitoi app
অনেক ভালো লাগছে গল্পটা পড়ে এটার পাট ২ চাই
ফেসবুকে গল্পটির ২ টা পার্ট পড়ে আমার কৌতুহল জন্মে ছিলো। তারপর আগষ্ট মাসের অপেক্ষা করলাম কখন বইটইতে গল্পটা পাবলিশ হবে। যদিও অনেক আগেই পাবলিশ হয়েছে, সময়ের অভাবে কিনতে+পড়তে পারিনি। রাত ৩:১৫ পড়ে শেষ করলাম। প্রথম থেকে বুঝিনি যে এমন কিছু হবে। পুরোটাই সাইকেলজির খেলা। এমন গল্প প্রথম পড়লাম। ভালো লেগেছে। তবে এন্ডিংটা মন মতো হয়নি🥹। আশা করি এর সিজন ২ আপু নিয়ে আসবেন, কারন অনেক কিছুই আমার কাছে ধোঁয়াশা। সব মিলিয়ে বেস্ট ❤️❤️❤️। দোয়া রইলো ইশিতা আপুর জন্য। ভবিষ্যতে এমন গল্প আমাদের উপহার দিক😘❤️
গল্প টা এইমাত্র শেষ করলাম।পুরাই সাইকোলজিক্যাল গল্প। যারা এইধরনের গল্প পড়ে তাদের কাছে ভালোলাগবে। কিন্তু আমার এইধরনের গল্প একদম পছন্দ না। মনে হচ্ছে পুরা টাকাটাই জলে গেলো💁♂️
অবশেষে ইবুক ক্রয় করলাম। এবার পড়ে দেখার পালা,ভিষন আগ্রহ নিয়ে পড়তে যাচ্ছি।পড়া শেষ হলে পাক্কা রিভিউ দেবো।
কী হলো কিছুই বুঝলাম না। খালি আমার মাথা ঘুরছে। সত্যিই কী কল্পনা নাকি সত্য ছিল । কিন্তু অনেক সুন্দর হয়েছে গল্পটা
দ্বিতীয় কিনা ইবুক এটা। গল্পটা কেমন যেন ছিল। মাথা পুরো আউলিয়ে গেছে। এখন নিজেকেই আভিরা মনে হচ্ছে। সাইকোলজি।
এক কথায় অসাধারণ..... অনেক ভালো লাগলো পড়ে। এই ধরনের গল্প খুব কম ই পড়েছি তবে যেগুলো পড়েছি তার মধ্যে এইটা বেস্ট বলব।😌 love u apu 💝... এরকম একটা গল্প উপহার দেওয়ার জন্য।💖
Awwww!!!! এতো interesting story. প্রত্যেক মুহূর্তে মনে হয় " ai mone hoy stalker, na oi mone hoy stalker " ..sob gulo character e joss, enjoy O korechi..... Avhirar simplicity besi vlo lagce.. Akta manush vlo Basle koto ki kore ta ai stalker k dekhe bujha jay 🙂... He is so possessive, protective😫❤. Some moments are too much romantic na dekhle miss 💗.. "Writer gave her best " after buy this e book, I will say this.😘...ufffff purai agunnnnnnn 🔥🔥🔥.. Stalker er hotnesss 🥵🔥❤.. Please everyone have a try 😉... Enjoy ur কে সে❓.... Happy reading 💝🪻
গল্পের পুরোটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম মনে হচ্ছে। শেষে অসাধারণ একটা টুইস্ট আছে! জানতে হলে পড়তে হবে..😉 অসম্ভব সুন্দর হয়েছে আপি🤍