শৈশব থেকেই যাদের সম্পর্ক ছিল তীব্র বৈরিতায় মোড়ানো, প্রতিটি দেখা মানেই ঝগড়া-মারামারি। একসাথে থেকেও দূরে, কথার মাঝে বিষ। তারা একে অপরের উপস্থিতি পর্যন্ত সহ্য করতে পারে না। তীক্ষ্ণ বাক্য, ঠান্ডা প্রতিহিংসা, আর অব্যক্ত রাগের মাঝে বড় হয়ে উঠেছে মাহতাব মুজাহিদ ও তাশা রহমান। কেউ কারো ছায়া পর্যন্ত মেনে নিতে পারে না। হঠাৎ করেই একদিন পরিবারের চাপে বাধ্য হয়ে তারা আবদ্ধ হয় এক অনিচ্ছুক বন্ধনে, যার নাম "বিয়ে"। এক ছাদের নিচে, এক বিছানায় দুজন চেনা বৈরী মানুষ। এই বৈরিতার ভেতরেই শুরু হয় এক নতুন অধ্যায়। ভাগ্য জুড়ে যায় একে অপরের সাথেই। কিন্তু বিয়ে কি পারবে তাদের বৈরিতা মুছে দিতে? নাকি একসাথে থাকা মানেই আরও দ্বন্দ্ব, আরও দূরত্ব? কী হবে তাদের এই বৈরী সম্পর্কের পরিণতি? বিয়ের পরও কি থাকবে সেই পুরনো বিদ্বেষ? নাকি একসাথে কাটানো প্রতিটি দিন ধীরে ধীরে গলিয়ে দেবে বৈরী সম্পর্কের বরফ? তাদের ভালোবাসা কি সত্যিই জন্ম নিতে পারবে এক বৈরী হাওয়ার ভিতর? জানতে হলে পড়তে হবে ই-বই "বৈরী হাওয়ায় মাতাল প্রেম"।
"প্রথমেই যে কথা টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ই-বুকে পড়া এটাই আমার প্রথম এতো বড় গল্প 💞 ,,, ই-বুকে এতো বড় গল্প আমি মনে হয় কখনো পড়ি নি আগে 🙂। যাইহোক, লেখিকা আপুর দুই টা রানিং গল্প আমি পড়তেছি আপুর ফেসবুক পেইজ থেকে এবং বুঝতে পেরেছি সত্যি অনেক সুন্দর গল্প লেখার প্রতিভা প্রিয় লেখিকা আপুর 💖। অসাধারণ সুন্দর একটা সামাজিক, পারিবারিক, রোমান্টিক গল্প মনে হয়েছে এই গল্প টা আমার কাছে 🥰। ( ধন্যবাদ জানাচ্ছি লেখিকা আপু কে এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য)"
প্রথমেই যে কথা টা আমি বলতে চাই সেটা হচ্ছে, ই-বুকে পড়া এটাই আমার প্রথম এতো বড় গল্প 💞 ,,, ই-বুকে এতো বড় গল্প আমি মনে হয় কখনো পড়ি নি আগে 🙂। যাইহোক, লেখিকা আপুর দুই টা রানিং গল্প আমি পড়তেছি আপুর ফেসবুক পেইজ থেকে এবং বুঝতে পেরেছি সত্যি অনেক সুন্দর গল্প লেখার প্রতিভা প্রিয় লেখিকা আপুর 💖। অসাধারণ সুন্দর একটা সামাজিক, পারিবারিক, রোমান্টিক গল্প মনে হয়েছে এই গল্প টা আমার কাছে 🥰। ( ধন্যবাদ জানাচ্ছি লেখিকা আপু কে এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য)
Read all reviews on the Boitoi app
khub valo
OMG ai golpo ta sotti darun😩💘. ak kothai osadharon chilo apu ai rat 1 tai ami ai ta pore ses korci isss atto sundor offf😩 akhon to ses kore afsos lagtace atto sundor golpo ta ses akhon ki porbo🥹🫤. jai hok ai ta onk onk onk besi sundor hoice api onk sundor hoice ami ar aage kokhono karo boi ar review dei ni but ajke ai rat 1 tar o nrsi baje ai time e ai ta pore mone holo review na dile atto sundor akta golpo purai britha onk onk sundor lagce specialy last part tuko 😩.ai tar s2 ano apu onk besi sundor ai ta cousin related hole o akdom onnk korom purai mon karar moto 😩🥹💘💐✨.
আপু গল্পটা এত বেশি ভালো লাগছে। অসাধারণ হয়েছে
আপু বইটা অনেক অনেক অনেক সুন্দর ছিলো। বেস্ট একটা গল্প 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
পুরো গল্পটি পড়েছি।খুবই ভালো লেগেছে।। লেখিকা কে ধন্যবাদ , এত সুন্দর গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য।।।
পাঁচ টা তারা, দিলাম। খুব খুব সুন্দর লিখেছো তুমি,, আলভি মায়ার, ভালোবাসা এর পরের ভালোবাসা মুজাহিদ তাশার,, আমার নাগিন নাগিন বউ, 🥰😁 খুব খুব ভালো লাগলো, যতটা সময় পড়েছি মুখে একটা হাসি ছিলো, কোনো জটিলতা ছাড়া খু সুন্দর একটা গল্প, সানা শেখ এর গল্প সাথে সাথে কিনে পড়া শরু, দোয়া রইলো ভালোবাসা রইলো৷ আরো সুন্দর সুন্দর গল্প দাও,,🥰❤️
টক,ঝাল,মিষ্টি গল্পটা 🥰
অনেক ভালো লাগসে
আপু গল্প টা একদম মন ছুঁয়ে দেয়ার মতো। অনেক বেশি সুন্দর হয়েছে মুজাহিদ ও তাশার বন্ডিং টা একদম সেই রকম,মন ভালো হয়ে গেছে গল্প টা পড়ে,🥰🥰❤️❤️