সদ্য মা হারা সন্তানের দোহাই দিয়ে হিমেলকে বাধ্য করা হলো সাত বছরের বড় বিধবা খালাতো বোন তন্দ্রাকে বিয়ে করতে। অসমবয়সী এই সম্পর্কটা ওরা দু'জনই মেনে নিলো মনের বিরুদ্ধে গিয়ে সন্তানদের কথা ভেবে। নিজের প্রিয়তমা স্ত্রী হারিয়ে দিশেহারা হিমেলকে নাকি অল্প বয়সে স্বামী হারা তন্দ্রা ছাড়া কেউ ভালো বুঝবে না। কিন্তু সত্যি কি তন্দ্রা বুঝেছিল হিমেলকে, কিংবা হিমেল কি তন্দ্রার মনের খোঁজ নিয়েছিল? দ্বিতীয়বারের মতো শুরু করা জীবনে শেষ পর্যন্ত ওরা কি একে অপরের মনের মানুষ হয়ে উঠতে পেরেছিল? এই অসমবয়সী দাম্পত্যে বসন্ত কি ফিরে এসেছিল?
ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
গল্পের প্লট সম্পর্কে আইডিয়া ছিলো না, আপুর লেখার আইডিয়া থেকেই কিনে ফেলা।গল্পটা পড়তে গিয়েই ধাক্কা খেলাম,মনে হলো সমাজকে চপেটাঘাত করেছে লেখিকা।বয়সে বড় কন্যার সাথে বিবাহ পরবর্তী যে নানা সমস্যার তার চেয়েও বেশি মন কেড়েছে দুটি আহত পাখির একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া।গল্পের প্রয়োজনে নাটকীয়তা এসেছে,তবে আমি মিস করেছি তিয়াসের লেখিকাকে।লেখিকার নান্দনিক রূপে চরিত্রের যে চিত্রায়ণ তা মিস করেছি।
ইবুকটা জোস।
Osomvob sundor golpo. Khub valo laglo.
২য় শুরুর গল্প বরাবরই আমার ভীষণ পছন্দের! সমাজের এই ট্যাবু টা মানুষকে অনেক সুন্দর কিছু জীবনের রঙ থেকে দূর করে দিয়েছে! অথচ এইটা কোনো ট্যাবু নয়! যতটা সহজ মানুষ ভাবে একা থাকাই যায়,ঠিক ততটাই কঠিন জীবনটা দ্বিতীয়বার কাউকে দিয়ে সাজিয়ে নেওয়া! হিমেল আর তন্দ্রার কেমিস্ট্রি টা খুব সুন্দর ছিল! এইখানে মূল যেই জিনিস টা ভালো লাগছে, ২য় বিয়ে মানুষ যে সবসময় শখে শখেই করে না, প্রয়োজন এর জন্যও করে তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে! হিমেল, তন্দ্রা, তিরা, ফারিশ ও অনাগত মেহমান সবাই তারা ভীষণ সুখে থাকুক❤️
অনেক দিন পর একটি ই-বুক পড়লাম যা সত্যিকার অর্থেই ভালো লেগেছে.... অকালে সঙ্গী হারা দুজন নিঃসঙ্গ মানুষ আবার নতুন ভাবে বাঁচতে শিখা.... জীবনকে আবার একটি সুযোগ দেয়ার গল্পটি সত্যিই অসাধারণ ছিলো। অতীত ভালোবাসা হৃদয় থেকে যেমন মুছে ফেলা যায় না তেমনি জীবনে চলার পথে বর্তমানকে প্রাধান্য দেওয়াও ভীষণ গুরুত্বপূর্ণ।একজন পরিপূর্ণ সঙ্গী হয়ে উঠতে ও পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন..........দারুণ ছিলো ই-বুকটি❤...
হিমেল তন্দ্রা তাদের অনাগত সন্তান আর ফারিশ তিরাকে নিয়ে অনেক ভালো থাকুক❤️চমৎকার ছিলো🧡
গল্পটা চমৎকার পরে ভালো লাগলো
অসাধারণ একটা গল্প….
বসন্ত ফিরে এলো গল্পটা যখন পড়েছি এবং পড়া শেষে কিছুক্ষণ ভেবেছি। দ্বিতীয়বার খুব কম সংখ্যক মানুষের জীবনে এমন ভাবে বসন্ত ফিরে আসে। সত্যি ই ভাগ্যবান বলতে হয় হিমেল আর তন্দ্রা কে 📖💞