বাস্তবতা বড় নিষ্ঠুর। এখানে চাওয়া হয় এক এবং দেওয়া হয় আরেক। যে সবচেয়ে কম জিনিস চায়, তার কপালে ন্যূনতমও জুটে না। আর যে বেশি চায়, তার জন্যই যেন দুনিয়ায় সব আয়োজন। জয়নাবের আফসোস হয় এখন। কেন তার জীবনে চাহিদা এত কম! মেয়ে মানুষের চাহিদা বেশি থাকলে পুরুষ দাম দেয় বেশি, তাকে খুশি করার জন্য খাটাখাটুনি বেশি করে। আর যার চাহিদা কম, তাকে তো খুশি করার কিছু নেই; সে হচ্ছে কুয়োর ব্যাঙ। অল্প পানি পেলেই খুশিতে লাফঝাঁপ মারে। জয়নাবের জীবনটা কেটেছে কুয়ার ব্যাঙের মতো। যতটুকু প্রাপ্তির, তার চেয়ে অনেক কমে সে সুখী হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে কত বড় ভুল করেছে। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য পেতে গেলে মেয়ে মানুষকে একটু লোভী হতে হয়।