'পাঠকদের উদ্দেশ্যে' প্রিয় পাঠক, আমার কলমে প্রতিদিন ফুটে উঠবে প্রিয়তমা আর আমার কল্পনার সব ভাঙা গল্পের টুকরো। ভালোবাসা, অভিমান, অপেক্ষা আর বিদায়ের প্রতিটি মুহূর্ত আমি লিখে রাখবো, যেন তোমরা পড়ে বুঝতে পারো-ভালোবাসা শুধু পাওয়ার নয়, হারানোরও এক শিল্প। হয়তো এই কথাগুলো তোমার নিজের জীবনের সাথেও মিলে যাবে, হয়তো মনে করিয়ে দেবে সেই প্রাক্তনের কথা, যাকে তুমি এখনো চুপিচুপি মনে করো। তুমি যদি কাঁদো, আমিও কাঁদবো-তুমি যদি অনুভব করো-আমিও তা অনুভব করবো। মনে রেখো আমাদের গল্প আলাদা হলেও ব্যথা একই রকম। ইতি তোমাদের প্রিয় লেখক মাহদী হাসান রিজভী
অসাধারণ
Read all reviews on the Boitoi app