মানসি কাছে গিয়ে দেখতে পেল—কালচে তামাটে গায়ের রঙ। কোনো পোশাক নেই শরীরে। সারা শরীরে মাখা আছে ধূসর ভস্ম। কোমরে জড়ানো একটি কালচে রঙের কাপড়—অনেক দিনের পুরোনো, ময়লাযুক্ত। গলায় একটি মালা—হাড়ের তৈরি, কিছু রুদ্রাক্ষও দেখা যাচ্ছে। বাঁ হাতে একটি ত্রিশূল ধরে রাখা, যা মাটিতে গেঁথে আছে। ডান হাতে একটি মানব খুলি (কাপালা)। খুলি থেকে ধোঁয়া বের হচ্ছে। আগন্তুকের কপালে লম্বা তিনটি ভস্মের দাগ (ত্রিপুন্ড্র) টানা, মাঝে মাঝে রক্তবিন্দুর মতো কুমকুম। মাথার চুল জট পাকানো, জটাধারীর মতো—কালো আর ধূসর মিশ্র রঙ। বোঝা যাচ্ছে বহুদিন ধরে পরিচর্যাহীন। আগন্তুকের বয়স বেশি না, বারো-তেরো হবে। কিন্তু চেহারায় এই বয়সের সরলতা নেই, আছে কপট নিষ্ঠুরতা। তবুও মানসি এক ঝলকেই চিনে ফেলে—এ তারই ছেলে, অর্ঘ্য!
"অলৌকিক, অতিপ্রাকৃত জনরার গল্পগ্রন্থ "তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থান" ভালো লাগলো। যদিও গল্পগুলো আরেকটু বড় এবং definitive ended হলে বেশি ভালো হতো। সব কয়টি গল্পই open ended, এটা ভালো লাগেনি। ইবুকে চারটা গল্প আছে। ১. পাতা উল্টালেই বিপদ - দারুণ! একেবারেই অন্যরকম একটা গল্প। খুব ভালো লাগলো । ২. আঁধারে বন্দিনী - এই গল্পটাও সুন্দর। তবে কুলসুমের কি হলো জানতে আগ্রহী। ৩. পালাবার পথ নাই - ভীষণ মন খারাপ করা গল্প। সেই না দেখা কণার জন্য খুব খারাপ লাগলো। ৪. তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থান - ভালো লেগেছে, তবে কিছু ব্যাপারে ডিটেইটিং দরকার ছিল বলে মনে হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য নিজকে তৈরি করতে ৬ বছর বেশিই কম বলে মনে হয়েছে। এছাড়া তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থানের প্রমাণ স্বরূপ তার কিছু কার্যকলাপে দেখালে ভালো হতো।"
অলৌকিক, অতিপ্রাকৃত জনরার গল্পগ্রন্থ "তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থান" ভালো লাগলো। যদিও গল্পগুলো আরেকটু বড় এবং definitive ended হলে বেশি ভালো হতো। সব কয়টি গল্পই open ended, এটা ভালো লাগেনি। ইবুকে চারটা গল্প আছে। ১. পাতা উল্টালেই বিপদ - দারুণ! একেবারেই অন্যরকম একটা গল্প। খুব ভালো লাগলো । ২. আঁধারে বন্দিনী - এই গল্পটাও সুন্দর। তবে কুলসুমের কি হলো জানতে আগ্রহী। ৩. পালাবার পথ নাই - ভীষণ মন খারাপ করা গল্প। সেই না দেখা কণার জন্য খুব খারাপ লাগলো। ৪. তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থান - ভালো লেগেছে, তবে কিছু ব্যাপারে ডিটেইটিং দরকার ছিল বলে মনে হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য নিজকে তৈরি করতে ৬ বছর বেশিই কম বলে মনে হয়েছে। এছাড়া তান্ত্রিক ত্রিলোকনাথের উত্থানের প্রমাণ স্বরূপ তার কিছু কার্যকলাপে দেখালে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
একসময় আমি অনেক পিডিএফ পড়লেও চোখের সমস্যার কারণে এখন একদমই পড়া হয় না। সে হিসেবে আমার ই-বুক কখনো কেনা হয় না। "বইটই" অ্যাপসটি ডাউনলোড করেছিলাম একজন ৩ টা ই-বুক উপহার দিবে বলার পর। মাঝে মধ্যে রাতের বেলা হুটহাট মন খারাপে বইটইয়ে ঘুরঘুর করি, ফ্রি বইগুলো পড়ি। বিকাশে টাকা থাকলে মনমতো ১/২ টা কিনেও ফেলি। "তান্ত্রিক ত্রিলোকনাথ ও অন্যান্য" অবশ্য হুট করে কেনা হয় নি, বরং অনেকদিন অপেক্ষার পর কিনেছি। লেখিকার একটি বই পড়েছিলাম ২৩ সালে "দি আইশ্যাডো বক্স", মনে হয়েছিলো বইটির আরেকটি পার্ট দরকার। আপু আশ্বাস দিলো সামনে আসবে। এখনও আসে নি, আস্তে ধীরেই আনবেন হয়তো। তবে এবার তিনি ওই বইয়েরই চরিত্রকে নিয়ে লিখেছেন, কীভাবে তান্ত্রিকের ঘটনার শুরু আরকী। এই ই-বুকে ৫ টি গল্প রয়েছে, গল্পগুলো ভিন্ন ভিন্ন। আমি যেটার কথা বললাম মাত্র তা ৪নং গল্প। মজার ব্যাপার হচ্ছে আমি জানতামই না আলাদা গল্প হবে, ভেবেছি একটাই কাহিনী নিয়ে পুরো ই-বুক। ওই আশা নিয়েই পড়া শুরু করেছি। আশাহত হয়েও খারাপ লাগছে না, কারণ প্রত্যেকটি গল্পই চমৎকার। আমার পছন্দের গল্পটি হচ্ছে " পালাবার পথ নেই"। ধর্ষ*ণ ভয়াবহ ব্যাধি, এর শাস্তি আসলে কতটুকু হয় আমাদের দেশে! লেখিকা যে শাস্তি দিয়েছেন সেখানে কোনো রক্তা*রক্তি নেই, ভা*য়োলেন্স নেই। তবুও আমার মনে হয়েছে এর চেয়ে বড় শাস্তি আর হয় না। বাকী গল্পগুলো হচ্ছে, "পাতা উল্টালেই বিপদ", " আঁধারে বন্দিনি", "তান্ত্রিক ত্রিলোকনাথের উথান", " অচেনা প্রত্যাবর্তন"। সবগুলো গল্পই ভিন্ন ধাঁচের, তৃপ্তিদায়ক। নকি আপুর লেখার বিশেষত্ব হচ্ছে ভাষা, তার লেখার ভাষা একদম সাবলীল আর আগ্রহ জাগানোর মতো। যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে, কোনো ভায়োলেন্স নেই, অশ্লীলতা নেই। ই-বুক পড়তে যারা পছন্দ করেন, তারা বইটি পড়ে দেখতে পারেন। আশা করি আশাহত হবেন না। ই-বুক: তান্ত্রিক ত্রিলোকনাথ ও অন্যান্য লেখা: SalSabila Naki প্রাপ্তিস্থান: বইটই পৃষ্ঠা: ৬২ মূল্য: ৭০ টাকা
বই পড়ে গা ছমছম অবস্থা আপু। চমৎকার সব গল্প♥️
রহস্য ও ভয়ে ভরপুর একটা উপন্যাস। এক বসাতে পড়ে ফেলার মতো।
প্রতিটা গল্পই ছিলো রহস্য আর টুইস্টে ঠাসা। আমি এক বসায় পড়ে শেষ করেছি। আপুর লেখা বই ও ই-বুক আগেও পড়েছি, অসাধারণ থ্রিলার লিখেন আপু। এবারো বরাবরের মতোই চমৎকার লিখেছেন। গল্প পড়ার মাঝে এমন অনুভব হয়েছে যে গল্পের চরিত্রে আমি আছি কিংবা অদৃশ্য হয়ে আমি চোখের সামনেই সব ঘটতে দেখছি। তবে সত্যি বলছি গল্পের মোড় আপনার মাথা ঘুরিয়ে দিবে। যারা থ্রিলার গল্প পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে।
এই মেয়েটা কী অসম্ভব ভালো থ্রিলার আর হরর লিখে। সালসাবিলা, এ জনরায় তুমি আমার প্রিয় লেখক। হাইলি রেকমেন্ডেড একটা ই-বুক