সৈকত ভাই আর আমার গল্পটা শুরু হয়েছিল ভীষণ অবহেলিত ভঙ্গিতে। ঘটনা ঘটেছিল আরো বহু বছর আগে। আর সৈকত ভাই? সে ছিলেন কিশোরী বয়সে আমার সেই আকর্ষণীয় আর রঙিন জীবন্ত বস্তুগুলোর মাঝে একটি। নিজ ক্যাম্পাস মাতিয়ে রাখা দুরন্ত এক যুবক। মুখে সদ্য কুড়ির ন্যায় গজানো দাঁড়ির ছিটে। উজ্জ্বল ফর্সা মুখশ্রী। তীর্যক নাক। গোলাপী ঠোঁট। বুদ্ধিদীপ্ত চোখ। সৈকত ভাইয়ের সবেতেই যেন ছিল একটা আকর্ষণীয় ভাব। তার ব্যক্তিত্ব, চলাফেরা, ভাবভঙ্গিমায় আছে এক অন্যরকম ছন্দ, যা সকলকে গভীরভাবে আকর্ষণ করতে যথেষ্ট। আমি ছিলাম সেই আকর্ষিত ব্যক্তিবর্গের মাঝে একজন। … কিশোরী বয়সে আমার যখন প্রথম মিন্সট্রুয়েশন শুরু হলো, সে বিষয়ে আমি ছিলাম একদম আনাড়ি। সেদিন রক্তমাখা সাদা ড্রেসে কাঁদতে কাঁদতে শিকদার ভিলায় ফিরলাম। আমি জানতাম আজ বাড়িতে কেউ থাকবে না। তাতে আমার দুঃখ বেড়ে দ্বিগুণ। আমার মেঝ চাচার মেয়ে আর আমার মনের গোপন কুঠুরির বন্ধু জারা আপু, সাবিহা, নিশাত, দ্বীতিয়া ভাবী—কেউ নেই, যে তার কাছে সবটা শেয়ার করবো। পেট ব্যথায় আমার অবস্থা কাহিল। সিঁড়ি বেয়ে যখন দোতালায় উঠছিলাম, ব্যথার যন্ত্রণায় আমি একবারও খেয়াল করলাম না স্বয়ং সৈকত ভাই ড্রয়িংরুমে বসে আছেন। ফোন স্ক্রল করছিলেন ক্রমাগত। একই সঙ্গে আমার অবস্থা দেখে বিরক্তিতে ভ্রুদ্বয় কুঁচকে আমার দিকে চেয়ে আছে। সোজা রুমে গিয়ে কোনো রকমে ব্যাগটা রেখেই ক্লান্ত শরীর এলিয়ে দিলাম বিছানায়। দুই মিনিট কাটলো। সৈকত ভাই নিজের সৌন্দর্যধারী লম্বা লম্বা পা ফেলে অনুমতি ব্যতীত ঢুকে পড়লেন রুমের ভেতর। কোনো কথা ব্যতীত তিনি আমার দু'বাহুতে হাত রেখে টেনে তুললেন। তারপর…
Golpo ta pore Amer osomvob sundor lagche.jodio Amer golpo tmn pora Hoy na kintu tmr ai golpo ta pore Amer onk Valo laglo , next part taratari dew plz
Read all reviews on the Boitoi app
কিছু এলোমেলো লাগলেও খারাপ না
বইটি যখন পড়তে শুরু করি কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম, পড়ার মতো সাহস পাচ্ছিলাম না। একটু পড়েই বুঝতে পেরেছিলাম গল্পে যেমন রহস্য আছে তেমনি অসহনীয় এক কষ্ট ও আছে, গলা ধরে যাচ্ছিলো আমার। পরে ভাবলাম গল্পই তো, একটু না হয় কষ্ট পেলাম। কিন্তু শেষ পর্যন্ত পড়ে আর ধৈর্য্য রাখতে পারছি না পরবর্তী গল্প জানার জন্য। প্লিজ আপি একটু তাড়াতাড়ি দিও। এমনিতেই যতটুকু পড়েছি তাতে কতরাত ঘুমাতে পারবোনা কে জানে। পরবর্তী খন্ড তাই তাড়াতাড়ি পাবলিশ করো প্লিজ।
অপ্রিয় সৈকত ভাই এই গল্পটার অনেক ভালো হয়েছে।