প্রিয় ডায়েরি, কিছু ভালোবাসার অন্ত কখনো মধুর হয় না। এমন ভালোবাসায় থাকে তো কেবল অপেক্ষা। তাকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। আমাদের গল্পটা এমনই। আমি তার গল্পের অপ্রয়োজনীয় এক চরিত্র, অথচ আমার সম্পূর্ণ গল্প জুড়ে কেবল সে। তার গানের সুরে আমার হৃদয় দোলে, অথচ অন্যকারো হাসিতে তার মন জুড়ে। এই কোন মায়া নগরীতে হারিয়ে গেলাম আমি? আমি তো এই জনমে কেবল তাকে ভালোবাসতে চেয়েছিলাম। হয়তো এই ভালোবাসাটাই আমার অপরাধ। আর এই ভালোবাসাই আমার দণ্ড। ভালোবাসায় এই মন তার নামে লিখে বিসর্জন করলাম আমি নিজেকে। আচ্ছা, যারা হৃদয় থেকে ভালোবাসে, তারাই কী দুঃখবিলাসে হারায়? এত বেদনা সহ্য করেও কেন আজও এই মন কেবল তাকেই ভালোবাসে? মানুষ বলে, ভালোবাসা দুইতরফা হলে তা ভাগ্য, একতরফা হলে তা তপস্যা। তাকে ভালোবেসে আমি তপস্যা করেছি বছরের পর বছর। আমার এই তপস্যা কী আদৌ শেষ হবে? ~ তার মধুমিতা
এই উপন্যাস সম্পর্কে যতোই বলি শেষ হবে না। প্রথমে উপন্যাস টা আমি ফেসবুকে পড়ছিলাম। তারপর আপু বই বের করলো কিন্তু তখন কিনতে পারি নাই। অবশ্যই আর্থিক সমস্যার কারনেই কারন তখন আমি ছাত্র ছিলাম। তারপর প্রবাস জীবনে আসার পর অনেক বার চেষ্টা করছি বইটা কিনার। যাদের কাছে আছে তারা দেশের বাইরে সেল করে না এবং যারা সেল করে তাদের কাছে নাই। ঊষা আপুকে অনেক অনেক ধন্যবাদ বইটা বইটইতে দেওয়ার জন্য। মোট কথায় বলতে আজও ভালোবাসি আমার প্রথম ভালোবাসা। আপুর অনেক বড় ভক্ত আমি।
Read all reviews on the Boitoi app
The Best