সংসার জীবনের বিচিত্র সংকট, মান-অভিমান, আনন্দ অনুভূতির এক অপূর্ব সংমিশ্রণ "সুজনে বাঁধিনু ঘর" বইটি। চেনা লোকালয় থেকে তুলে নেয়া কিছু চরিত্র, যাদের বসবাস আমাদের আশেপাশেই। পাঠক কখনো আত্ম-প্রবঞ্চনায় জর্জরিত মিলার সাথে একাত্ম হয়ে ব্যথিত হবেন, আবার কখনো বা মামনুনের সাথে স্বপ্ন জয়ের আনন্দে ভাসবেন। এ বইটিতে ভাইবোনের চিরাচরিত ভালোবাসার আখ্যান যেমন পরিলক্ষিত হবে, তেমনি একই সংসারে পাশাপাশি থেকেও যোজন যোজন দূরত্বের বিরহ পাঠক মনে ভাবের উদ্রেক করবে। স্বচ্ছ এবং সাবলীল ভাষায় আমাদের নিজেদের গল্পই বলার চেষ্টা করা হয়েছে বইটিতে। আশা করি পাঠক নিরাশ হবেন না।
খুব সুন্দর বই. মার্জিত সুন্দর গল্প ও চমৎকার লেখনী.
Read all reviews on the Boitoi app