পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। আমাদের মনুষ্য জীবন রহস্যের মায়াজালে ঘেরা। রহস্যের সেই গোলকধাঁধা ভেঙে কেউই পুরোপুরি বের হতে পারে না। যাপিত জীবনে কিছু রহস্যের কিনারা হয়তো করা যায়, তবে বেশিরভাগই থেকে যায় অসমাধানকৃত। এ নিয়ে আছে নানা মত, নানা বিতর্ক। তবে এ কথা মানতেই হবে—রহস্যের প্রতি মানুষের আকর্ষণ অমোঘ এবং দুর্নিবার। যে কারণে যুগে যুগে রহস্য নির্ভর লেখাগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে। "অন্য ভূবন" বইটি লেখকের তেমনি একটি প্রচেষ্টা, যার পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। ব্যাখ্যাতীত এই কল্পকাহিনী পাঠকের হৃদয়ে শিহরণ জাগাবে—এ আমার বিশ্বাস।