কিছু বুঝে উঠবার আগেই হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। ঝোড়ো বাতাসে রাস্তার ধুলোবালি, ছেঁড়া-ময়লা কাগজের টুকরো আর গাছের ঝরা পাতা মিলে ঘূর্ণির মতো সৃষ্টি করল। চারপাশ অস্পষ্ট হয়ে গেল। ঝোড়ো বাতাসের এতই দাপট, মনে হচ্ছে তাদেরকে ছিটকে ফেলবে। দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে তারা ছুটতে লাগল। ছোটার গতি একই সমান্তরালে রাখতে বাধ্য হয়ে পানেসার একটা হাত শক্ত করে ধরে ছুটতে লাগল। পানেসার হাত ধরে সে ভীষণ চমকে উঠল। হাতখানা বরফের মতো ঠাণ্ডা!