হতভম্ব হয়ে সামনে দেখছি। রিকশা ঘুরিয়ে এদিকে আসছে সে। ভীষণ এলোমেলো অগোছালো মেয়েটি শাড়ির কুঁচি মুঠোয় ধরে রিকশা থেকে নেমে এসে সামনে দাঁড়ালো। চোখের ভেজা পাপড়িগুলো খুব আদুরে লাগছে। কানের কাছে রনি ফিসফিস করছে, —তুই ঠিকই বলেছিস, কাঁদছিল ও। যা, এবার চুমুটুমু খা। নইলে বল, আমি পটাই। ছুকড়িটা এত্ত মিষ্টি কেন, ভাইয়া! রনিকে ধমক দিয়ে কিছু বলবো, তার আগেই মেয়েটি আরেকটু এগিয়ে এসে আমাদের দুই ভাইকে লজ্জা আর অস্বস্তিতে ডুবিয়ে বলল, —চুমুটুমু খেতে হবে না। নাম বলতে এসেছি। বলেই চলে যাবো। রনি হো হো অট্টহাসিতে ফেটে পড়লো। বাইক থেকে নেমে সোজা গিয়ে মেয়েটির রিকশায় চড়ে বলল, —শুধু কী নাম বললে হবে? মানুষটার দখল নিতে হবে না? তাড়াতাড়ি দখল নাও। একটা কনে কিন্তু অলরেডি বউ সেজে বসে আছে। প্রথমে কিছুই বুঝলো না। বড় বড় ভেজা চোখ দুটোয় একবার রনিকে দেখে তো একবার আমাকে দেখে। এবং না বুঝেই রনিকে বলে, —আরে, আরে, ওটা আমার রিকশা! দুষ্টু রনি ফেইস ও ভয়েসে বেশ ভাবগাম্ভীর্য টেনে বলল, —হ্যাঁ, হ্যাঁ, তোমারই। আর শোনো, ছুকড়ি, যা কিছু তোমার, তার সবই আমার। মামুর বেটি ঐ লুচু মুন্নির সাথে যদি ব্রেকআপ হইছে, তো মনে রাইখো, এই যে প্রিন্স চার্মিং, যাকে দেখে তোমার মনে বাবল ফুটছে, ওকে বাদ দিয়ে আমার গলায় ঝুলতে হবে। ভাইয়া, বলে দে, তোর দুই মিনিটের গার্লফ্রেন্ডকে। এই কী যেন নাম তোমার?
একেকটা গল্প একেকটা অসাধারণ উপন্যাস হতে পারতো। পড়তে নিয়েই শেষ। যেনো শেষ হয়েও শেষ হলো না।
Read all reviews on the Boitoi app
Onnorokom golp gulo. Valo legeche.
ইশশ দুষ্টু মিষ্টু এত্তগুলো গল্প একসাথে পেয়ে কি যে খুশি লাগছে...প্রতিটি গল্পই যেন আলাদা গুরুত্ব বহন করছে আলাদা বৈশিষ্ট্য বহন করছে!!
কি যে দারুণ এক একটি গল্প, ছোট গল্প তো এমনই হওয়া উচিৎ, শেষ হয়ে যাবে, কিন্তু মনে দাগ কেটে যাবে। এর পরে আর একটু থাকলে কি হত, হাহাকার রয়ে যাবে। অসাধারণ লেখিকার আরও কিছু অসাধারণ সৃষ্টি।
ছোট ছোট ১৬ টা গল্প। একেকটা এক এক রকম। আলাদা আলাদা মিস্টি প্রেমের গল্প। ভীষণ ভালো লেগেছে।
১৬ টা মিস্টি প্রেমের গল্প !!!এত মিস্টি সুন্দর পড়লেই মন ভালো হয়ে যায় ।।প্রতিটি গল্পই বাস্তব জীবনের প্রতিচ্ছবি 💚💚💚💚
অনেক অপেক্ষায় ছিলাম
এক বসায় শেষ করলাম।১৬ টি গল্প মিলে একটি বই হয়েছে।মাশাল্লাহ,মাশাল্লাহ। সুন্দর ছিলো।কালেকশনে রইলো,হুটহাট পড়ে ফেলবো আবারও
অসাধারণ কিছু ছোট গল্পের সমাহার নিয়ে এই গল্পগুচ্ছ। নিমিষেই মন ছুঁয়ে যাওয়ার মতো, বারবার পড়ার মতো।
চলতি পথে হঠাৎ দেখা, অত:পর কি হলো? জানতে পড়ুন - একার কাল্পনিক গল্পগুচ্ছ..