গল্পের শুরু সুমনকে ঘিরে, এক সাধারণ তরুণ, যার জীবন হঠাৎই বদলে যেতে থাকে এক অদ্ভুত পুতুলের আগমনে। তার প্রেমিকা সারা, আর পাঁচটা মেয়ের মতোই ছিল—যতক্ষণ না সেই পুতুল তার জীবনে আসে। অদৃশ্য ছায়া, রাতের অজানা কান্না, আয়নার মধ্যে ভয়ঙ্কর মুখ, আর পেছনে কে যেন দাঁড়িয়ে থাকা—সবকিছু মিলিয়ে ধীরে ধীরে সুমনের জীবন এক অদ্ভুত আতঙ্কে ভরে ওঠে। একটি পুরনো বাড়িতে সারা ও সুমনের যাওয়া থেকেই সবকিছু শুরু। বাড়িটির ইতিহাস জড়িয়ে আছে এক শিশুর মৃত্যু আর এক অভিশপ্ত পুতুলের সাথে। প্রতি অধ্যায়ে ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়ংকর সত্য—যা শুধু সুমন ও সারার নয়, বরং পুরো গ্রাম কিংবা শহরকেও গ্রাস করতে পারে। ভৌতিক ঘটনা আর অতিপ্রাকৃত রহস্যের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে পাঠক বুঝতে পারে, পুতুলটি শুধু একটি খেলনা নয়—এটা এক আত্মা, এক প্রতিশোধ, এক অভিশাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়— কে এই পুতুল? কেনই বা সে ফিরে আসে বারবার? আর কাকে সে খুঁজে ফেরে?
দ্বিতীয় খন্ডের জন্য অপেক্ষমান আশা করি খুব দ্রুত চলে আসবে
Read all reviews on the Boitoi app
অসাধারণ
খুব সুন্দর হয়েছে। খুব দ্রুত দ্বিতীয় পার্ট চাই
এই গল্পটি অনেক সুন্দর হয়েছে। দ্বিতীয় খন্ডের জন্য অপেক্ষায় রয়েছি
Nice