সৃষ্টি বড় রহস্যময়। মানবজীবন তার চেয়ে বেশি বিচিত্র ও রহস্যময়। প্রতিটি হৃদয়ের গহীনে জমে থাকে অজস্র অনুভূতি। ভালোলাগার বা খারাপ লাগার। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের গল্পগুলো একটু বেশিই কষ্টের হয়। আড়ালে থেকে যায়। হুট করে যখন এই আড়ালে থাকার গল্পগুলো, অনুভূতিগুলো সামনে এসে যায়, মানুষ তখন আবেগী হয়, নিজেকে হালকা করতে পারে। সংসার, সম্পর্ক, ভালোবাসা, মায়া, আবেগ, টান, বন্ধুত্ব, প্রেম ও অনুভূতির সেই দৃশ্যপট নিয়েই এই উপন্যাস- 'একদিন সূর্যের দিন।'