নিজের স্বপ্ন পূরণের পথে, রোদেলার নতুন জীবনের শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই নতুন শুরুর মাঝেও তার সঙ্গে ছিল পুরোনো ক্ষতের স্মৃতি আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। আর ঠিক তখনই আবির। এক পরিচিত ছায়া, যে রোদেলার জীবনে নিয়ে আসে এক নতুন মোড়। তবে সেই ছায়াটিও হঠাৎ করেই মিলিয়ে যায়—নিঃশব্দে। তারপর কেটে যায় প্রায় দুই বছর। এক ঝুম বৃষ্টির সকালে, রোদেলার দরজায় এসে পড়ে একটি নামহীন বাক্স। ভেতরে অপূর্ব এক জামদানি শাড়ি আর তার উপর রাখা একটি ছোট্ট চিরকুট। চিরকুটে রহস্যময় এক আমন্ত্রণ— যা রোদেলাকে মনে করিয়ে দেয় অতীতের ভুলে যাওয়া অনুভূতি, অসমাপ্ত সম্পর্ক, আর হৃদয়ের গভীরে লুকানো বহুদিনের হাজারটা প্রশ্ন।
আপু তোমার লেখা প্রতিটি গল্প ভীষণ সুন্দর হয়।তার মধ্যে এটা একটু বেশি স্পেশাল।কারণ এটা তোমার প্ৰথম ই বুক। আবীর আর রোদেলা এই জুটি টা আমার এত প্রিয়। এটা আমার পড়া বেস্ট গল্পের ভিতর একটা।এত সুন্দর hoiche।
Read all reviews on the Boitoi app
লেখিকা আপুর লেখা বরাবরই আমার পছন্দের। আর এই লেখাটা মন ছুঁয়ে গেলো।
আমার পড়া ওয়ান অফ দা বেস্ট গল্প ছিলো এটা 😍 গল্প টা পড়ে মনটা ঠান্ডা হয়ে গেলো 😌 অনেক শান্তি লাকতাছে 🥰 আপুর লেখা আমার কাছে সবসময় ভালো লাগে। এই গল্পের শেষটা একদম মনের মতন ছিলো। ধন্যবাদ নবনী আপু। রোদেলার মতন আমার জীবনে কবে যে একটা আবির আসবে।😌 ভালোবাসা নিও। প্রিয় লেখিকা।❤️❤️
"💖খুব সৌভাগ্যের বিষয় যে আমি নবনী নীলা আপুর লেখা এই ই-বুকটি পড়তে পেরেছি। বইটি মন ছুঁয়ে যাওয়া অনুভূতি আর জীবনের রঙে ভরা এক অসাধারণ সঙ্গী হয়ে উঠেছে। প্রতিটি অধ্যায়ে সরলতা, আবেগ আর অনুপ্রেরণার মিশেল পাঠকের মন জুড়িয়ে দেবে। ভাষার মাধুর্য বইটিকে করেছে অনন্য এক অভিজ্ঞতা। যারা হৃদয়ের গল্প ভালোবাসেন, তাদের জন্য বইটি সত্যিই পড়ার মতো।” 📖✨
অনেক ভালো ছিলো। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি সুন্দর ছিলো। আবিরের ফিরে আসাটা সবচেয়ে বেশি চমকপ্রদ ছিল। এই ধরনের গল্প আজকাল কম দেখা যায়। একদম নিখুঁত ভালোবাসার গল্প। ভালোবাসা রইলো আপনার জন্য।💙
শেষের দিকটা এত সুন্দর ছিলো। গল্পটা পড়ে মনটা ভালো হয়ে গেছে। শুভকামনা আপু। দুবার পড়া শেষ।