এটা হল ছোট্ট একটি গল্প থেকে নেওয়া কবিতা। এই গল্পের মূল কারণ হচ্ছে : একজন মামা পরিবারের সবারচেয়ে বড়লোক। সেই বাড়িতেই বাস করে তার আরো তিনজন ভাই বোন। একটু বড়লোক দেখে মামা, কেউকে চেনে না। তখন একদিন হঠাৎ করে তাকে পথে বসতে হয় পরিবার নিয়ে। তখনই তার একটি ভাগিনা বলে মামার ছেড়া জামা। এই থেকেই গল্পের নাম, মামা ছেড়ে জামা। এটা একটি সংক্ষিপ্ত বিবরণ। কিন্তু গল্পটা বেশ বড়।