🌸 বিকেলের ম্লান আলোয় ঢাকা ঢাকা শহরের রাস্তায় হেঁটে চলেছিল আরিয়ান। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ—সবকিছুই যেন তাকে স্পর্শ করছিল না। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে ফিরছিল সে। কাগজে-কলমে অনেক কিছু লিখলেও তার ভেতরের নিঃসঙ্গতা কেউ পড়তে পারত না। সেই সময় হঠাৎই তার চোখে পড়ল—রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক মেয়ে। লাল রঙের ওড়না বাতাসে উড়ছে। মেয়েটির মুখটা যেন কোনো চেনা ছবির মতো মনে হচ্ছিল। অচেনা হয়েও অদ্ভুত টান ছিল চোখে। মেয়েটিও তাকিয়েছিল তার দিকে, এক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। আরিয়ান কিছু বলতে পারল না। কিন্তু মনে মনে ঠিক করল—এই মেয়েটিকে খুঁজে বের করতেই হবে।