গল্পটি একটি মেয়ের জীবনসংগ্রামের কাহিনি। শিউলি নামের দরিদ্র পরিবারের একটি মেয়ে ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখে—শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। সংসারের দারিদ্র্য তাকে বারবার থামিয়ে দিতে চাইলেও তার অদম্য ইচ্ছাশক্তি তাকে থামতে দেয়নি। শিউলি অন্যের বাসায় কাজ করে সংসারের বোঝা টেনেছে, আবার রাতের আঁধারে প্রদীপের আলোয় পড়াশোনাও চালিয়েছে। শেষ পর্যন্ত তার দৃঢ়তা ও অধ্যবসায়ের ফলেই পরীক্ষায় ভালো ফল করে সবার চোখে উদাহরণ হয়ে দাঁড়ায়। এই গল্প মূলত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে স্বপ্ন পূরণের অনুপ্রেরণামূলক চিত্র তুলে ধরে। এটি দেখায়—ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে প্রতিকূল পরিস্থিতিও জয় করা সম্ভব।