সৃষ্টির শুরুর পূর্বেই লেখা হয়ে গেছে পৃথিবী ধ্বংসের উপাখ্যান। মানুষ জানত মৃত্যু অবধারিত, তবুও শতাব্দীর পর শতাব্দী তারা এই নশ্বর মায়াজালে আটকে পড়েছিল। তারপর ক্রমে ক্রমে নিঃশেষের পথে ধাবিত হয়। চারপাশে ঘুটঘুটে আঁধার নেমেছে। বহু বছরের পুরোনো বিল্ডিং এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তারই মাঝে পড়ে আছে কত শত মাথার খুলি, হাড়গোড়। ওরা যেন কালের সাক্ষী হয়ে রয়ে গেছে। যতদূর চোখ যায়, কেবলই খা খা মাঠ। মাঝে মাঝে ভগ্নস্তূপ বা প্রাচীন জীর্ণ শীর্ণ গাছের দেখা মেলে। জনমানবহীন এই স্থানে কেবলই কঠিন নিস্তব্ধতা। যেন শাপিত এক কবরস্থান। ঘাড় ঘুরিয়ে তাকালেই মৃত্যুর দর্শন। সব হারিয়ে রিক্ত, নিঃসঙ্গ সূফী আবদুল্লাহ। সঙ্গী হলো মায়া বন্ধু। ঠিক মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিল ওরা। জীবনের সেই ক্ষণে দেখা পেল মাটি মেহনূর ও ছোট্ট মিহির। ছোট্ট মিহির কৌতূহলী চাহনির মায়ায় জড়িয়ে পড়ে সূফী। কিন্তু মাটির চাহনি বড়ো রুক্ষ। অনিশ্চিত ও শ্বাপদসংকুল এই জীবনে বেঁচে থাকার যুদ্ধ করছে দুটি মানুষ। কী হবে তাদের ভবিষ্যৎ? তারা কি খুঁজে পাবে নিরাপদ আশ্রয়?
"গল্প বলতে যারা শুধু নায়ক নায়িকাদের প্রেম, তারপর সংসার,বাচ্চা রোমান্টিসিজম বুঝেনা বরং আরো কিছু চায়,সাথে হরর,মিষ্ট্রি, দ্বায়িত্বের কাছে হেরে যাওয়া বুঝে তাদের জন্য তানিয়া শেখ এবং তার গল্প।গল্পটা মূলত হরর হলেও না পাওয়ার কষ্ট,ব্যাথা,লড়াই সব কিছু অসাধারণ। যারা পড়া শুরু করবে আশাকরি থামতে পারবে না। ভালোবাসা তোমার জন্য আর আমাদের আরো ভালো ভালো ইবুক উপহার দেওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা ❤️"
গল্প বলতে যারা শুধু নায়ক নায়িকাদের প্রেম, তারপর সংসার,বাচ্চা রোমান্টিসিজম বুঝেনা বরং আরো কিছু চায়,সাথে হরর,মিষ্ট্রি, দ্বায়িত্বের কাছে হেরে যাওয়া বুঝে তাদের জন্য তানিয়া শেখ এবং তার গল্প।গল্পটা মূলত হরর হলেও না পাওয়ার কষ্ট,ব্যাথা,লড়াই সব কিছু অসাধারণ। যারা পড়া শুরু করবে আশাকরি থামতে পারবে না। ভালোবাসা তোমার জন্য আর আমাদের আরো ভালো ভালো ইবুক উপহার দেওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা ❤️
Read all reviews on the Boitoi app
লেখক তানিয়া শেখের গল্প বরাবরই অসাধারণ হয়।সবসময় ভিন্ন কিছু লেখার চেষ্টা তার থাকেই।সূর্যছায়া সেরকমই একটা অসাধারণ লেখনী।অনেকদিনপর অতিপ্রাকৃত কিছু পড়লাম।পড়ে ভাল লাগল...❤❤ লেখকের কাছ থেকে এরকম আরও লেখা চাই।লেখকের লেখালেখি চলতেই থাকুক...🥰🥰 -কল্পলোকের কল্পপরী
দারুণ ❤️
চমৎকার লিখেছেন আপু।
Sufir Jonno karap lagce
অন্যরকম কিছু একটা পড়লাম। আর অন্য রকম কিছু মানেই তানিয়া শেখ আপু।দারুণ ছিল ❤️ সূফী আহা সূফী ❤️
আমি একাউন্ড খুললাম ২০ মিনিট হবে এসেছিলাম অন্য একটি বই নিতে কিন্তু এই বইটা আমার একটু পড়ুনে গিয়ে পড়লাম বিপদে আর ভালো লাগতেছে না একটু পড়ে কারন এতো ভালো লেগেছে তাই দেরি না করে কিনে ফেললাম আসলেই প্রথমেই এতো সুন্দর করে এন্ট্রি হয়েছে গল্পটার পড়তে বাধ্য কিন্তু আর একটু যদি বড় হতো ভালো হতো তারপরও অনেক ভালো লেগেছে..!!
অতিপ্রাকৃত কিছু মানেই তানিয়া আপু। কি দারুন লেখা। প্রথম অংশ টুকু কি চমৎকার! এটা কি ছিলো আমার খুব অবাক লেগেছে আপনি এই জনরায় আগে কেন লেখেননি । সুন্দর সময় কেটেছে 🖤
অন্যরকম গল্প ছিল।যতক্ষণ পড়েছি মাটি,মিহি,সূফী,মায়াবন্ধু তাদেরকে দেখে মুগ্ধ হয়েছি।হিন্দকে অনেক ভালো লেগেছে। প্রচ্ছদটা একদম গল্পের প্রতিচ্ছবি।এইভাবেই আরো সুন্দর সুন্দর গল্প লিখে যাও আপু🫶🫶