সমুদ্রের উথল ঢেউ পানির পৃষ্ঠে সৃষ্ট করে তরঙ্গ, যা মূলত বাতাসের প্রভাবে তৈরি হয়। তবে সব ঢেউ বাতাসেই হয় না; চাঁদ-সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ, ভূমিকম্প বা পানির নিচের ভূমি ধসেও ঢেউ তৈরি হতে পারে। 'মনসায়র' এর চরিত্রগুলো ঠিক ঢেউয়ের মতো উথাল-পাথাল। কখনো পাড় ভেঙে ক্ষত সৃষ্টি করে, আবার কখনো ভালোবেসে পা ধুয়ে দিয়ে যায়। গোধূলিবেলায় লাল টুকটুকে সূর্যাস্ত হচ্ছে। আকাশ পথে পাখিরা ডানা মেলে নিড়ে ফেরার প্রস্তুতি নিয়েছে। ঠিক তখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জীবনের কঠিন জটিল অংকের সমীকরণ মেলাতে 'মনসায়র' গল্পের চরিত্রগুলোর যাত্রা শুরু হয়।