স্মৃতি মুছে গেলে কি ভালোবাসা বেঁচে থাকে? একজনের পৃথিবী জুড়ে কেবলই বাস্তবতা, রুক্ষ মাটির গন্ধ। অন্যজন ভাসছে বিস্মৃতির মেঘে, অচেনা এক শহরের পথে একা। কী হয়, যখন নিয়তির এক অদ্ভুত খেলায় তাদের পথ এক হয়ে যায়? যেখানে পরিচয়টাই ঝাপসা, সেখানে সম্পর্কের নাম কী? এ কি শুধুই প্রেম, নাকি এক অসমাপ্ত অপেক্ষা? একজনের হাতে আছে সব মনে রাখার যন্ত্রণা, অন্যজনের কাছে ভুলে যাওয়ার অভিশাপ। যখন ভালোবাসাই হয় একমাত্র স্মৃতি... এবং সেই স্মৃতিকেই গ্রাস করতে আসে এক অন্ধকার.