গল্পটির মূল কেন্দ্রবিন্দু হলো না বলা কথা এবং মানুষের ভেতরের গোপন জগৎ। এটি দেখায় যে, বাইরের কঠোর বা চুপচাপ আবরণের নিচে মানুষের মনে কতটা গভীর আবেগ, শূন্যতা এবং ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। গল্পটি মূলতো এক ছেলের তার মায়ের প্রতি আজীবন লালন করা নির্মল ভালোবাসা এবং বিচ্ছেদের একাকিত্বের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এর মূল আবেগ হলো বিষণ্ণতা এবং ভালোবাসার এক করুণ সৌন্দর্য।