দুজন ভিন্ন মানুষ, দুটি ভিন্ন হৃদয়—একটি শান্ত ও গভীর, অন্যটি উচ্ছল, অস্থির। তাদের চাহিদা, স্বপ্ন, আর আকাঙ্ক্ষা যেন দুই তীরের মাঝে বিস্তৃত নদীর পানির মতো। তবু পারিবারিক ও সামাজিক বন্ধনের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়ে তারা একটি বৈবাহিক জীবনের পথে এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন জাগে—এই দুটি হৃদয় কি কখনো একই স্রোতে স্পন্দিত হবে? তাদের মনের গভীরতম চাহিদা কি মিলনের সেতু খুঁজে পাবে, নাকি অতীতের রহস্য তাদের মাঝে বিভেদ সৃষ্টি করবে?
প্রথমেই দেরি করে রিভিউ দেওয়ার জন্য দুঃখিত। আসলে কি বলবো, প্রথমবার পড়ার পর আমি নিজেই নিজের অনুভূতি বুঝতে পারছিলাম না। তাই দ্বিতীয়বার পড়ে রিভিউ দিতে আসলাম। বার্থডে গিফট হিসেবে অচেনা তুমি ছিল সেরার থেকেও সেরা উপহার। এবার আসি মুল কথায়, এই যে কুটনি লেখিকা আফা। আমি কিন্তু রিভিউ দিতে আসি নাই। আমার কি ঠ্যাকা পরছে, কষ্ট কইরা রিভিউ দিমু। আমি বাবা পারমু না। আমি তো ঝগড়া করতে আসছি। তুমি এমন কেন হ্যাঁ? এই যে আনাবিয়া, বাচ্চা একটা মেয়ে। সে নাহয় ভুল করছে মানুষ চিনতে। কিন্তু তাও তো সে নিজের পরিবারের বিরুদ্ধে যায় নাই। ভুল মানুষ করতেই পারে। তাই বলে ঐ সাদ ব্যাটা এইভাবে কষ্ট দিবে। আহারে কি থাপ্পড় গুলা মারছে, কতো বাজে বাজে কথা বলছে। তাও আনাবিয়া মেয়েটা কতো ভালো যে সবটা মেনে নিয়ে সহ্য করে গেছে। আমি হইলে ব্যাটার চাসনি বানাইতাম। তোমার এই সাদ ব্যাটা কে আমার একটুও পছন্দ হয় নাই। যাই হোক গল্পটা অনেক শীক্ষনীয় ছিল। সুপার ছে উপার মনে ছুয়ে যাওয়া একটা গল্প। বস্তা বস্তা ভালোবাসা এমন একটা সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। Love you 😘😘
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে
এই গল্পটা অনেকটা বাস্তবের সাথে মিলে যায়। এতো সুন্দর করে লেখাটা বাস্তবতা কে ফুটিয়ে তুলেছো যে আমার ঠিক কতোটা ভালো লেগেছে ভাষায় প্রকাশ করতে পারব না । শুধু মনে হচ্ছে আরও পড়ি । ইশ কেন শেষ হয়ে গেল ।
নাবিলা আপুর গল্প বরাবরই অনেক শালীন,সুন্দর আর টুইস্ট এ ভরপুর থাকে। তবে অচেনা তুমি গল্প টা এইবার খুব সিম্পল আর খুব সুন্দর মোটামুটি বাস্তব মুখী কাহিনী বলা চলে। এই গল্প টাও আমার কাছে অনেক ভালো লেগেছে। গল্প টায় মোটামুটি বাস্তবের কাহিনী ফুটে উঠেছে, ধোঁকা, বেইমানি, মিথ্যা, আর সবশেষে স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক। গল্প টা সিম্পল তবে অসাধারণ।
অনেক সুন্দর হয়েছে❤️❤️❤️