Published
August 20, 2025
Language
বাংলা
Pages
0
Published by
শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততার ধুলো ঝেড়ে ফেলে অর্ণব যখন গ্রামের বাড়িতে পা রাখলো, তখন বিকেল ফুরিয়ে আসছে। বহু বছর পর ফেরা। পুরনো দোতলা বাড়িটা কেমন যেন চুপ করে দাঁড়িয়ে আছে, গায়ে তার শ্যাওলা ধরা অভিমান।