প্রেমের সব কথা বলা যায় না—কিছু অনুভূতি চোখে থমকে থাকে, কিছু স্বপ্ন মনে চাপা পড়ে যায়। “অপ্রকাশিত প্রেম” এমনই এক যাত্রা, যেখানে হৃদয়ের গোপন শব্দগুলো রূপ নিয়েছে কাহিনিতে। চোখের ভাষায় বলা অসমাপ্ত গল্প, নীরবতায় জমে থাকা না-বলা অনুভূতি—সব মিলিয়ে এক অনাবিষ্কৃত আবেগের খোঁজ। প্রকাশ না করা মানেই কি অস্বীকার? কখনও কখনও সবচেয়ে গভীর ভালোবাসা থাকে নীরবতার আড়ালে। “অপ্রকাশিত প্রেম” সেই নিঃশব্দ সম্পর্কের প্রতিচ্ছবি—যেখানে ভালোবাসা আছে, কিন্তু স্বীকারোক্তি নেই; আছে দূরত্ব, কিন্তু হৃদয়ের মিলন অটুট। প্রত্যেক প্রেমের গল্প পূর্ণতা পায় না। কেউ প্রকাশ করে, কেউ চাপা রাখে। কিন্তু যে প্রেম প্রকাশিত হয় না, সেটিই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়ে থেকে যায় মানুষের হৃদয়ের গভীরে। “অপ্রকাশিত প্রেম” সেই চিরন্তন অনুভূতির গল্প, যা শব্দহীন থেকেও হাজার শব্দের চেয়ে গভীর।
ভালো
Read all reviews on the Boitoi app