নেহার হাত ধরে টানতে টানতে তাকে মেঝেতে ফেলে দেয় আহির। নেহা হতবাক হয়ে তাকিয়ে থাকে এই অচেনা পুরুষটির দিকে। আজকে নেহার বিয়ে হওয়ার কথা ছিল। অথচ বিয়ের কিছু মুহূর্ত আগে এই লোকটা তাকে তুলে আনলো। নেহা জানে না, এর কারণ কী। তাই সে অবাক চোখে তাকিয়ে থাকে। আহির ক্রোধিত স্বরে বলে, "এভাবে তাকিয়ে কী দেখছ? এইসব রাগ অন্য কোথাও গিয়ে দেখাও। আমার সামনে এসব নাটক দেখিয়ে কোনো লাভ নেই।" "কে আপনি? কেন আমায় এভাবে বিয়ের আসর থেকে তুলে আনলেন?" "আওয়াজ নিচে। আমাকে প্রশ্ন করার সাহস কোথায় পাও তুমি?" "আপনি কোথায় পেলেন আমাকে এভাবে তুলে আনার সাহস? আমাকে যেতে দিন বলছি। আজ আমার আরাভ ভাইয়ের সাথে আমার বিয়ে।" "আরাভ না, আজ আমার সাথে তোমার বিয়ে হবে।"