জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন আপনজনের সহযোগিতার হাতটা সরে যায়। সময়ের দুর্বিপাকে ঘুরতে থাকা বাড়ির ছোটো ছেলে বসন্ত, সদ্য প্রেম হওয়া প্রেমিকা জিনিয়াকে ছেড়ে, জীবনযুদ্ধে জেতার আশায় বাধ্য হয়েই প্রবাস জীবন বেছে নেয়। সে জিনিয়াকে ফিরে আসার কথা দিয়ে যায়। তারপর শুরু হয় নতুন পথচলা। ওদিকে স্বপ্নবাজ তরুণী মৌমিতা বিয়ের জালে আটকে, একে একে তার সকল স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হয়। বাধ্য হলেও, তার ভেতরের স্বপ্নীল মনটা বেঁচে থাকে স্বপ্ন পূরণের আরেকটা সুযোগের অপেক্ষায়। অন্যদিকে ভিন্ন পরিবেশ থেকে আসা তাসিন ও রঞ্জনা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পথচলা শুরু করে। কিছুদূর গিয়ে হোঁচট খেয়ে তাদের পথচলা থেমে যায়। তারা পথ আলাদা করে নিতে চায়। তবে চাইলেই কী পথ আলাদা করা যায়? সাংসারিক ব্যস্ততা আর জটিলতাকে সামলে নিয়ে যে মানুষগুলো পরোপকারের নেশায় মত্ত হয়ে ওঠে, সেই মানুষগুলো কী সবসময় সবার প্রিয় হতে পারে? জুম্মন তেমনই এক পরোপকারী চরিত্র। পরোপকারের পুরস্কার হিসেবে তার ভাগ্যে কী সত্যিই ভালো কিছু জুটেছিল? পাঁচটি ভিন্ন জীবনের গল্প নিয়ে এবারের বই, “জুম্মন কসাই।”
প্রতিটি গল্পই মন ছুঁয়ে যাওয়া। প্রথম চারটি গল্প মন ভালো করে দিলেও শেষ গল্পটির নির্মম বাস্তবতা মন খারাপ করে দিয়েছে। তবে লেখনশৈলী বরাবরের মতোই প্রশংসনীয়।
Read all reviews on the Boitoi app
"সব ভালো যার, শেষ ভালো তার" আর হলো না। ইবুকের শেষ গল্প "জুম্মন কসাই" পড়ে মন খারাপ হয়ে গেল। মানুষ এত নিষ্ঠুর কেন? ভোরের ফুল, হৃদয়েরএকূল অকূল, চৌধুরীবাড়ির বউ, তবুও ভালোবাসি - অনেক ভালো লেগেছে। "হৃদয়েরএকূল অকূল" আগে পড়েছি অন্য গল্পগুলো এবারই প্রথম। গল্পের নামেই গল্পের ধরণ বলা আছে! গল্পগুলো ভালোবাসার, আনন্দের।