দশ বছরের জমানো অভিমান আর ঘৃণা যখন পাথর হয়ে গেছে, ঠিক তখনই বেজে ওঠে ফোনটা। ওপাশে ফেলে আসা ছেলে, যার জন্য দরজা বন্ধ হয়ে গেছে চিরতরে। এপাশে এক কঠোর বাবা, যার কাছে 'ক্ষমা' শব্দটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু কী এমন বলতে চায় ছেলেটা? যে মেয়ের জন্য সব ছেড়েছিল, তার কাছ থেকে পাওয়া নতুন কোনো প্রতারণার গল্প? নাকি এমন কোনো চরম সত্য, যা এক নিমেষে পুড়তে থাকা ঘৃণাকে অনুশোচনার বরফশীতল জলে ডুবিয়ে দেবে? অভিমানের দেয়াল কি ভাঙবে? ঘৃণা আর ভালোবাসার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কার জয় হবে? একটি ফোন কল যা এক বাবার নিজের কাছে নিঃস্ব হয়ে যাওয়ার এক হৃদয়বিদারক আখ্যান।